Facebook ইউজারদের জন্য খারাপ খবর! সেপ্টেম্বর থেকে বন্ধ হবে এই পরিষেবা, তাড়াতাড়ি ডেটা সেভ করুন

Facebook থেকে Meta নাম নেওয়ার পর, সোশ্যাল মিডিয়া জায়ান্ট সংস্থাটি বিগত দুই বছরের কাছাকাছি সময় ধরে একাধিক পরিবর্তন...
Anwesha Nandi 27 Aug 2023 3:31 PM IST

Facebook থেকে Meta নাম নেওয়ার পর, সোশ্যাল মিডিয়া জায়ান্ট সংস্থাটি বিগত দুই বছরের কাছাকাছি সময় ধরে একাধিক পরিবর্তন এনেছে; এসেছে একাধিক নতুন ফিচার, পরিষেবাও। সেক্ষেত্রে Meta এতদিন ধরে Facebook, WhatsApp, Instagram, Snapchat-এর মতো বহুল ব্যবহৃত প্ল্যাটফর্মগুলি এক ছাদের তলায় রেখে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা চালালেও, এবার Facebook ইউজারদের জন্য একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। মার্ক জুকারবার্গের কোম্পানির তরফে জানানো হয়েছে যে, এবার Messenger Lite নামে পরিচিত Facebook Messenger-এর লাইটওয়েট সংস্করণ বা অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে – আগামী মাস থেকে এটি আর অ্যান্ড্রয়েড (Android) ডিভাইসে চলবেনা। TechCrunch-এর রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই Google Play Store থেকে Facebook Messenger Lite অ্যাপটি সরিয়ে ফেলা হয়েছে, তাই এটিকে আর নতুন করে ডাউনলোড করা যাবেনা। কিন্তু যাদের স্মার্টফোনে ইতিমধ্যেই অ্যাপটি ইনস্টল আছে, তাদের জন্য অ্যাপের সাপোর্ট আগামী মাসের ১৮ তারিখ (১৮ই সেপ্টেম্বর, ২০২৩) থেকে বন্ধ হয়ে যাবে।

অত্যন্ত জনপ্রিয় ছিল Messenger Lite

ফেসবুকের মেসেঞ্জার অ্যাপটি অত্যন্ত জনপ্রিয়, এর মাধ্যমে ইউজাররা রিয়েলটাইমে চ্যাটিং, কলিংয়ের সুবিধা পেয়ে থাকেন। তবে এই মোবাইল অ্যাপ্লিকেশনের সাইজ বেশি হওয়ায়, কম স্টোরেজ বিশিষ্ট ফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সংস্থা ২০১৬ সালে লাইট অ্যাপটি চালু করেছিল। আর লঞ্চের পর থেকে, অপেক্ষাকৃত ছোটো সাইজের এই অ্যাপটি ফেসবুক ইউজারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে, কারণ এতে ডিভাইসের পারফরম্যান্স এবং স্টোরেজে খুব বেশি প্রভাব পড়তোনা। সেক্ষেত্রে অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা পাওয়ায়, আইফোন (iPhone) বা আইওএস (iOS) ইউজারদের জন্যও মেসেঞ্জার লাইট অ্যাপ চালু করা হয়েছিল, কিন্তু ২০২০ সালে তা বন্ধ হয়ে যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রায় ৭৬০ মিলিয়ন মানুষ মেসেঞ্জার লাইট ডাউনলোড করেছেন। তাই এবার এর পরিষেবা বন্ধ হলে অনেকেই যে অস্বস্তিতে পড়বেন, তাতে সন্দেহ নেই। যদিও ফেসবুক, ইনস্টাগ্রামের লাইট ভার্সন আগের মতোই ব্যবহার করা যাবে।

২৮শে সেপ্টেম্বর থেকে বন্ধ হবে এই পরিষেবাও

শুধু মেসেঞ্জার লাইট অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তই নয়, পাশাপাশি মেটা এই মেসেজিং অ্যাপে অনেক পরিবর্তন করেছে। যেমন কোম্পানি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে মেসেঞ্জার অ্যাপে উপলব্ধ এসএমএস সাপোর্টও আগামী ২৮শে সেপ্টেম্বর বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের এসএমএসের জন্য ডিফল্ট গুগল অ্যাপ ব্যবহার করতে হবে।

Show Full Article
Next Story