ফ্রিতে চলবে ইন্টারনেট! ফোনে ডাউনলোড করুন এই App, বিনামূল্যে দেখুন সিনেমা, ওয়েব সিরিজ

বর্তমান ডিজিটাল যুগে অবসর সময়ে বাড়িতে বসে আরাম করে মোবাইলে সিনেমা কিংবা বিভিন্ন জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মের...
techgup 8 March 2023 10:56 AM IST

বর্তমান ডিজিটাল যুগে অবসর সময়ে বাড়িতে বসে আরাম করে মোবাইলে সিনেমা কিংবা বিভিন্ন জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে সবারই ভালোলাগে। আর ইউজারদের সুবিধার্থে চলতি সময়ে মার্কেটে এমন অনেক ওয়েবসাইট ও অ্যাপ মজুত রয়েছে, যেগুলির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন সিনেমা ও আকর্ষণীয় শো দেখা যায়। তবে উল্লেখ্য যে, এর জন্য ফোনে ইন্টারনেট কানেকশন থাকা বাধ্যতামূলক। কিন্তু এখন যদি আমরা বলি যে, আপনার ফোনে মোবাইল ডেটা বা অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন না থাকলেও, আপনি অতি অনায়াসে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে সক্ষম হবেন, তাহলে নিশ্চয়ই আপনার মনে হবে যে আমরা কোনো রসিকতা করছি! কিন্তু না, একেবারেই তা নয়; হালফিলে সত্যি সত্যিই মার্কেটে এমন একটি অ্যাপ্লিকেশনের আবির্ভাব ঘটেছে, যার সহায়তায় ইউজাররা নিজস্ব কোনো ডেটা ব্যয় না করেই একটি আস্ত সিনেমা ডাউনলোড করে ফেলার পাশাপাশি নানাবিধ ওটিটি প্ল্যাটফর্মের একাধিক শো এবং সিনেমা দেখার মজা উপভোগ করার সুযোগ পাবেন। চলুন, আর দেরি না করে অ্যাপটির সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ইন্টারনেট ছাড়াই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট সম্পূর্ণ বিনামূল্যে দেখতে চান? তাহলে ডাউনলোড করুন Sugarbox

আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে যে অ্যাপটির কথা জানাতে চলেছি, সেটির নাম হল সুগারবক্স (Sugarbox)। এটি একটি ওপেন ক্লাউড অ্যাপ-বেসড সার্ভিস, যার দৌলতে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা অতি অনায়াসে পেতে সক্ষম হবেন ইউজাররা। অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) উভয় ডিভাইসেই এই অ্যাপ ব্যবহার করা যাবে। আর আগেই বলেছি যে, এই অ্যাপটির মাধ্যমে ইন্টারনেট ছাড়াই বিনামূল্যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। শুধু তাই নয়, সুগারবক্সের সহায়তায় নেটমাধ্যমে কেনাকাটা এবং অন্যান্য অনলাইন পরিষেবা খুব সহজে ব্যবহার করা যেতে পারে। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে, বিশেষত প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষেরা উক্ত অ্যাপটির দৌলতে ব্যাপকভাবে উপকৃত হবেন।

কীভাবে Sugarbox-এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে?

এখন নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে যে, কীভাবে এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই বিনামূল্যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখা যাবে? সেক্ষেত্রে বলি, চলতি সময়ে সুগারবক্স গোটা দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকার কমন সার্ভিস সেন্টারে একটি বিশেষ স্থানীয় স্তরের ক্লাউড প্রযুক্তির ডিভাইস সরবরাহ করছে। এই ডিভাইসটির বিশেষত্ব হল, এর ১০০ মিটার রেঞ্জের মধ্যে থাকা যে-কোনো ব্যক্তি তার মোবাইলকে সংস্থার ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করতে পারবেন। এর জন্য ওই ব্যক্তির মোবাইলে ইন্টারনেট কানেকশন আছে কি নেই, তাতে কিছু যায় আসবে না। আর একবার ওয়াই-ফাইয়ের সাথে কানেক্ট করা হয়ে গেলেই ব্যবহারকারীরা মোবাইলে নিজস্ব ইন্টারনেট ছাড়াই বিভিন্ন ওটিটি অ্যাপের কনটেন্ট দেখার পাশাপাশি একাধিক আকর্ষণীয় গেমিং এবং সোশ্যাল মিডিয়া সার্ভিস ব্যবহারের মজা উপভোগ করতে সক্ষম হবেন।

কীভাবে Sugarbox অ্যাপটি ব্যবহার করবেন?

• প্রথমে সুগারবক্স অ্যাপটি অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) কিংবা গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ডাউনলোড করতে হবে।

• এরপরে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে হবে।

• এরপর সুগারবক্স অ্যাপের ওয়াই-ফাই কানেক্টিভিটি চালু করতে হবে।

• এখন আপনাকে ওয়াই-ফাইয়ের সঙ্গে সুগারবক্সকে কানেক্ট করতে হবে।

• এবার আপনি সম্পূর্ণ বিনামূল্যে হাই-কোয়ালিটিতে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের নানাবিধ আকর্ষণীয় কনটেন্ট দেখার সুযোগ পাবেন। উল্লেখ্য যে, স্মার্ট টিভি, ল্যাপটপেও ব্যবহার করা যাবে এই অ্যাপ।

ইন-ফ্লাইট সংযোগ উপলব্ধ হবে

আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই অনেক গ্রামাঞ্চলে এই পরিষেবা চালু করা হয়েছে। এছাড়া, সংস্থাটি ইন-ফ্লাইট সার্ভিসও অফার করছে। এর মাধ্যমে ইউজাররা প্রত্যন্ত গ্রাম ও বিমানে হাজার হাজার ফুট উচ্চতায় ইন্টারনেট পরিষেবা ব্যবহারের মজা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য যে, পার্বত্য অঞ্চলে বসবাসকারী ব্যক্তিরাও এই পরিষেবার দৌলতে ব্যাপকভাবে উপকৃত হবেন। Sugarbox-এর মাধ্যমে অনলাইন শপিং থেকে শুরু করে বিনোদন, এমনকি শিক্ষা সম্পর্কিত কনটেন্টও সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

Show Full Article
Next Story