- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- ইন্টারনেট বন্ধ থাকলেও চুরি যাওয়া ফোন...
ইন্টারনেট বন্ধ থাকলেও চুরি যাওয়া ফোন ফেরত পাওয়া যাবে, নয়া ফিচার জুড়ছে Google Find My Device অ্যাপে
বর্তমান ডিজিটাল যুগে আমাদের সকলের জীবনেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। জরুরি কাজ হোক বা অবসর সময়ের বিনোদন,...বর্তমান ডিজিটাল যুগে আমাদের সকলের জীবনেরই এক অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। জরুরি কাজ হোক বা অবসর সময়ের বিনোদন, সবকিছুর জন্যই আমাদেরকে এখন এই ছোট্ট ডিভাইসটির দ্বারস্থ হতে হয়। তাই দুর্ভাগ্যবশত যখন আমাদের এই প্রিয় বন্ধুটি হারিয়ে যায়, তখন আমাদের মনে অস্বস্তির শেষ থাকে না। যেহেতু এখনকার দিনে বেশিরভাগ মানুষেরই যাবতীয় ব্যক্তিগত ডিটেইলস ফোনে মজুত থাকে, তাই আচমকা এটি হারিয়ে গেলে আবার একগাদা টাকা খরচা করে নতুন হ্যান্ডসেট কেনার পাশাপাশি পুরোনো ডিভাইসটিকে ফিরে পাওয়াও একান্ত আবশ্যক হয়ে দাঁড়ায়। কেননা হারানো ফোনটির নাগাল পেয়ে কোনো দুষ্টু লোক যদি কোনোভাবে সেই সমস্ত ডেটার অ্যাক্সেস পেয়ে যায়, তাহলে বিপুল আর্থিক ক্ষতির তথা সাইবার জালিয়াতির শিকার হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। তাই ফোন হারিয়ে গেলে সেটিকে খুঁজে পাওয়ার জন্য রীতিমতো উঠেপড়ে লাগেন ইউজাররা৷
তবে স্মার্টফোন হারিয়ে গেলে সেটিকে ট্র্যাক করা বা পুনরায় খুঁজে পাওয়া অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। যদিও চুরি যাওয়ার পরপরই অনেকেই থানায় গিয়ে রিপোর্ট দায়ের করেন, আর বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সুফল মেলে না। এই কারণে আইফোন (iPhone) অনেকেই পছন্দ করেন, কারণ এর মধ্যে হারানো ফোন ট্র্যাক করার জন্য বেশ কিছু কার্যকর ইন-বিল্ট ফিচার মজুত রয়েছে। এদিক থেকে অ্যান্ড্রয়েড (Android)-এর তুলনায় আইফোন অনেকটাই এগিয়ে আছে বলে মনে করা হয়। তবে খুব বেশিদিন আর অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদেরকে পিছিয়ে থাকতে হবে না; কারণ সম্প্রতি জানা গিয়েছে যে, গুগল (Google) খুব শীঘ্রই আইফোনের মতো অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি বিশেষ ট্র্যাকিং ফিচার রোলআউট করতে চলেছে। এর মাধ্যমে মোবাইল ডেটা অফ করা থাকলেও ফোনের লোকেশন জানা যাবে। প্লে সিস্টেমের লেটেস্ট আপডেটে কোম্পানির তরফে এই কথা জানা গিয়েছে।
এবার ইন্টারনেট না থাকলেও অতি অনায়াসে খুঁজে পাওয়া যাবে চুরি হওয়া Android ফোন, Google আনছে নয়া ফিচার
আপনাদেরকে জানিয়ে রাখি, গুগল প্লে স্টোর (Google Play Store)-এ ফাইন্ড মাই ডিভাইস (Find My Device) নামক একটি অ্যাপ রয়েছে, যেটি ইউজারদেরকে চুরি যাওয়া ফোন খুঁজে পেতে সহায়তা করে। তবে এক্ষেত্রে সমস্যাটা হল, ফোনের নেট অন না থাকলে কিন্তু এই অ্যাপ কোনোভাবেই কাজ করবে না। এই সমস্যার সমাধান করতেই হালফিলে একটি নয়া আপডেট এনেছে গুগল। সম্প্রতি টেক জায়েন্টটির পক্ষ থেকে জানা গিয়েছে যে, আলোচ্য ফিচারটি আগামী দিনে Find My Device অ্যাপেই উপলব্ধ হবে। সহজে বললে, উক্ত অ্যাপটি ব্যবহার করলেই ইউজাররা নয়া ফিচারটি ব্যবহার করতে সক্ষম হবেন, যার সুবাদে চুরি হওয়া ফোনের নেট অন না থাকলেও অতি অনায়াসে সেটির লোকেশন জেনে ফেলা যাবে। ফলে আসন্ন ফিচারটি যে ব্যবহারকারীদেরকে বিশেষভাবে উপকৃত করবে, সেকথা নিঃসন্দেহে বলাই বাহুল্য।
কীভাবে Find My Device ব্যবহার করবেন?
অ্যাপ ছাড়াও ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করতে হলে ইউজারদের প্রথমে ব্রাউজারে গিয়ে android.com/find ওয়েবসাইটে পৌঁছে যেতে হবে। এরপর চুরি যাওয়া ফোনটিতে যে অ্যাকাউন্ট দিয়ে লগইন করা ছিল, সেই একই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। এরপর অনেকগুলি অপশনের দেখা মিলবে। এর মধ্যে প্লে সাউন্ড অপশনটি বেছে নিলে সাইলেন্ট বা ভাইব্রেশন মোডে থাকলেও চুরি যাওয়া ফোনটি ফুল ভলিউমে টানা ৫ মিনিট ধরে বাজবে। এর ফলে ফোনটি আশেপাশে কোথাও থাকলে খুব সহজেই সেটি খুঁজে পেতে সক্ষম হবেন ইউজাররা। আবার, সিকিওর ডিভাইস অপশনে ক্লিক করলে পিন, পাসওয়ার্ড বা স্ক্রিন লকের মাধ্যমে দূর থেকেই ফোনটিকে লক করতে পারা যাবে। তদুপরি, পিন/ পাসওয়ার্ড/ সাধারণ স্ক্রিন লকের সাথে যে-কোনো কন্ট্যাক্ট নম্বর বা মেসেজও সংযুক্ত করা যায়। এর ফলে কেউ ফোনটি খুঁজে পেলে তিনি সেটির মালিকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
এছাড়া, ইরেজ ডিভাইস বিকল্পটির সাহায্যে ফোনে মজুত থাকা যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস এবং ফোল্ডার ডিলিট করে দিতে পারবেন ইউজাররা, যাতে অন্য কেউ কোনোভাবেই সেগুলির অ্যাক্সেস না পেতে পারে। এক্ষেত্রে বলে রাখি, এতদিন পর্যন্ত এই সকল কাজ করার জন্য কিন্তু চুরি যাওয়া ফোনের নেট অন থাকা বাধ্যতামূলক ছিল। তবে ইউজারদেরকে খুশি করতে Google সম্প্রতি জানিয়েছে যে, আলোচ্য নয়া ফিচারটির আগমন ঘটলে ইন্টারনেট ছাড়াই এই অপশনগুলিকে অ্যাক্সেস করা যাবে। কিন্তু ঠিক কবে থেকে বিনা নেটেই এই সকল কাজ করা সম্ভব হবে, সে সম্পর্কে সংস্থার তরফে এই মুহূর্তে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।