সবচেয়ে বেশি অ্যাপ থেকে তথ্য চুরি করছে Google ও Facebook, ছাড় দিচ্ছে না বাচ্চাদেরও

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের গোপনীয়তা হুমকির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। শিশুদের ব্যবহৃত অ্যাপ থেকে তথ্য চুরি...
techgup 3 Feb 2024 2:45 PM IST

সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুদের গোপনীয়তা হুমকির মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। শিশুদের ব্যবহৃত অ্যাপ থেকে তথ্য চুরি করছে সামাজিক যোগাযোগ মাধ্যম Google ও Facebook। ডেটা প্রাইভেসি কোম্পানি, আরকা এক গবেষণার ভিত্তিতে এমনটাই দাবি করেছে। তারা বলেছে, উভয় সামাজিক যোগাযোগ মাধ্যম শিশুদের অ্যাপ থেকে ডেটা সংগ্রহ করছে।

গেমস, শিক্ষা, প্রযুক্তি, স্কুল, কোডিং এবং চাইল্ড কেয়ারসহ নয়টি ক্যাটাগরিতে ৬০ জন শিশুর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, Google সবচেয়ে বেশি এই অ্যাপগুলি থেকে তথ্য নিচ্ছে। এই ধরনের অ্যাপের সাহায্যে Google এখনও পর্যন্ত গড়ে ৩৩ শতাংশ তথ্য সংগ্রহ করেছে এবং Facebook গড়ে ২২ শতাংশ তথ্য সংগ্রহ করেছে।

আর সবচেয়ে বেশি ডেটা নেওয়া হয়েছে ফ্লায়ার ও লাভইন এর মতো অ্যাপ থেকে। দুটি অ্যাপই ৩৮ শতাংশ ডেটা ফাঁস করে দিয়েছে। এছাড়া গবেষণায় অন্তর্ভুক্ত ৮৫ শতাংশ অ্যাপ স্পর্শকাতর তথ্য চুরি করছে বলে জানা গেছে।

আর এই অ্যাপগুলির ৭৩ শতাংশের কাছে সংরক্ষিত ফাইলে প্রবেশাধিকার ছিল। আবার ৪৬ শতাংশের‌ কাছে ছিল মাইক্রোফোনের অ্যাক্সেস। যেখানে ৪৩ শতাংশ ক্যামেরা, ৩৮ শতাংশ ফোনের, ২৭ শতাংশ যোগাযোগে মাধ্যম, ২৩ শতাংশ লোকেশন জানার অনুমতি পেয়েছিল।

Show Full Article
Next Story