- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- লাড্ডু পেলেই ১০০১ টাকা ক্যাশব্যাক!...
লাড্ডু পেলেই ১০০১ টাকা ক্যাশব্যাক! ভারতবাসীকে দীপাবলির উপহার গুগল পে’র
Google Pay Diwali Laddoos Offer - দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে তুলল গুগল পে। প্রতিবছরের মতো এ বছর চালু হল নতুন ক্যাম্পেইন, যা সম্পন্ন করলে পাবেন ১০০১ টাকা ক্যাশব্যাক। এই টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গুগল পে-র এই অফারটির নাম হল ‘লাড্ডু ক্যাম্পেইন’।
দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে তুলল গুগল পে। প্রতিবছরের মতো এ বছর চালু হল নতুন ক্যাম্পেইন, যা সম্পন্ন করলে পাবেন ১০০১ টাকা ক্যাশব্যাক। এই টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গুগল পে-র এই অফারটির নাম হল ‘লাড্ডু ক্যাম্পেইন’ (Google Pay Laddoos)। যেখানে ব্যবহারকারীকে নির্দিষ্ট সংখ্যক লাড্ডু সংগ্রহ করতে হবে। অফারের শর্ত পূরণ করলে তবেই পাবেন ক্যাশব্যাকের টাকা।
গুগল পে লাড্ডু ক্যাম্পেইন অফারের শর্তবলি
গুগল পে অ্যাপে ৬টি আলাদা লাড্ডু সংগ্রহ করতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে গুগল পে অ্যাপের রিওয়ার্ডস ট্যাবে। সেখানে লাড্ডু ক্যাম্পেইন নামক একটি অফার দেখতে পাবেন। এই ৬টি লাড্ডু সংগ্রহ করার জন্য বিভিন্ন লেনদেন সম্পন্ন করতে হবে ব্যবহারকারীকে।
কী কী লেনদেন করলে ক্যাশব্যাক পাবেন
মার্চেন্টের কাছে কমপক্ষে ১০০ টাকা স্ক্যান অ্যান্ড পে করতে হবে।
নূন্যতম ১০০ টাকার মোবাইল রিচার্জ বা বিল পেমেন্ট করতে হবে।
কমপক্ষে ২০০ টাকা গিফট কার্ড কিনতে হবে।
ইউপিআইয়ের মাধ্যমে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে হবে।
বন্ধুকে গুগল পে-তে লাড্ডু পাঠাতে হবে।
এছাড়াও বন্ধুর কাছ থেকে লাড্ডু সংগ্রহ করতে পারেন। উপরোক্ত ৬ শর্ত মানলে তবেই ৫১ টাকা থেকে ১০০১ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে গুগল পে জানিয়েছে, কোনও লেনদেন পুনরায় করার চেষ্টা করলে তা গ্রহণ করা হবে না। এই অফার চলবে ৭ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
গুগল পে লাড্ডু ক্যাম্পেইন অফারটি কীভাবে পাবেন?
গুগল পে খুলে নীচে আসুন।
ক্লিক করুন রিওয়ার্ডস সেকশনে।
এবার লাড্ডু ক্যাম্পেইন অফারে ক্লিক করুন।
তারপর ক্লেম ফাইনাল রিওয়ার্ডে ট্যাপ করে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করুন।
Google Pay Diwali Laddoos Offer - দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে তুলল গুগল পে। প্রতিবছরের মতো এ বছর চালু হল নতুন ক্যাম্পেইন, যা সম্পন্ন করলে পাবেন ১০০১ টাকা ক্যাশব্যাক। এই টাকা সরাসরি ঢুকবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। গুগল পে-র এই অফারটির নাম হল ‘লাড্ডু ক্যাম্পেইন’।