- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Play Store থেকে 3500 অ্যাপ সরালো Google,...
Play Store থেকে 3500 অ্যাপ সরালো Google, আপনার ফোনে এগুলি নেই তো? বড় বিপদে পড়বেন
স্মার্টফোন এবং ইন্টারনেটের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ার সাথে সাথে, বাজারে এসেছে নানা ধরণের অ্যাপ্লিকেশন। আর এরই সাথে...স্মার্টফোন এবং ইন্টারনেটের ওপর মানুষের নির্ভরশীলতা বাড়ার সাথে সাথে, বাজারে এসেছে নানা ধরণের অ্যাপ্লিকেশন। আর এরই সাথে বিগত কয়েক বছরে Google Pay Store-এ প্রচুর সংখ্যায় উপলব্ধ হয়েছে লোন অর্থাৎ ঋণদানকারী অ্যাপও, যা আদতে আমার-আপনার প্রয়োজন মেটানোর জন্য উপযোগী মনে হলেও অনেক ক্ষেত্রেই ভুলভাবে ঋণ দেওয়া এবং আদায়ের কাজ করছে। সোজা কথায় বললে, চোখের সামনে ঘোরা বহু লোন অ্যাপই ইউজারদের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেক্ষেত্রে এই পরিস্থিতির মোকাবিলা করতে আবারও বড়সড় পদক্ষেপ নিয়েছে Google, সম্প্রতি সংস্থাটি ভারতের Play Store ভার্সন থেকে প্রায় ৩,৫০০টি লোন অ্যাপ সরিয়ে দিয়েছে। কোম্পানির Play Protect রিপোর্টের তথ্য অনুযায়ী, এই ধরণের অ্যাপগুলি Play Store-এর স্টোরের নিয়মগুলি লঙ্ঘন করেছে। এখানেই শেষ নয়, এগুলিতে বেশ বড়সড় জটিলতা ছিল বলেও শোনা যাচ্ছে।
অ্যাপ থেকে লোন নেওয়ার পরিণতি আত্মহত্যা
গুগল যেসব লোন অ্যাপ তার প্ল্যাটফর্ম থেকে রিমুভ করেছে, সেগুলি প্লে স্টোরের নিয়ম মানতনা এবং ইউজারদের ভরসা বা নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে যথেচ্ছ সুদে ঋণ দিত। শুধু তাই নয়, এসব অ্যাপের মাধ্যমে নেওয়া ঋণ পরিশোধ না করলে অনেক ইউজারকে হুমকি দেওয়া হয়েছে; এর জেরে বেশ কিছু লোন গ্রাহক আত্মহত্যা করেছেন বলেও দাবি করা হচ্ছে। আর তাই ভারত সরকার এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) সাধারণ মানুষকে অনিরাপদ এবং অবৈধ ব্যাঙ্কিংয়ের বাড়বাড়ন্ত থেকে রক্ষা করতে এই অ্যাপগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে৷
এই প্রসঙ্গে বলে রাখি, গত ২০২১ সালের সেপ্টেম্বরে ভারতে আর্থিক পরিষেবা সম্পর্কিত নীতি আপডেট করেছিল গুগল যা ব্যক্তিগত ঋণ (পড়ুন পার্সোনাল লোন) অ্যাপগুলির ক্ষেত্রেও প্রযোজ্য। উল্লিখিত নীতি অনুযায়ী, এই ধরণের অ্যাপ ডেভেলপারদের ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। সেক্ষেত্রে গুগলের তরফে বেশ কিছু অ্যাপ ডেভেলপারদের লাইসেন্সের কপি জমা দিতে বলা হয়েছিল, আর তা না দিতে পারায় পূর্ব ঘোষণা মতই অ্যাপ রিমুভের মত পদক্ষেপ নিয়েছে গুগল।
এছাড়াও গত বছর মানে ২০২২ সালে বিদ্যমান নিয়মগুলিকে আরও উন্নত এবং পরিবর্তন করার উদ্দেশ্যে, গুগল, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি (NBFCs) এবং ব্যাঙ্কগুলির সাথে অংশীদারিত্বে লোন অ্যাপ চালু করেছে এমন কিছু ডেভেলপারদের বেশ কয়েকটি শর্ত দিয়েছিল – যেমন, তাদের অংশীদার ব্যাঙ্ক এবং NBFC-গুলির নাম প্রকাশ করতে বলা হয়েছিল; আবার তাদের ওয়েবসাইটগুলির লিঙ্ক অফিসিয়াল এজেন্টদের কাছে তালিকাভুক্ত করার নির্দেশও দিয়েছিল সংস্থা। আর দেখা গেছে যে, হাজার হাজার অ্যাপ এই নিয়মে প্রভাবিত হয়েছে।
অ্যাপ থেকে লোন নেওয়ার আগে সাবধান
বর্তমানে গুগল এবং অ্যাপল (Apple) উভয়েই এই ধরনের ভুয়ো অ্যাপগুলি ব্যবহারের বিপদ উপলব্ধি করে এবং নিশ্চিত করতে চাইছে যে কেবলমাত্র অফিসিয়াল অ্যাপগুলিই যেন তাদের প্ল্যাটফর্মের থাকে। অতএব যেকোনো ধরনের অ্যাপ থেকে লোন নেওয়ার আগে অবশ্যই সেটি বিশ্বাসযোগ্যতা যাচাই করুন। এর জন্য আপনি অ্যাপ ডেভেলপারের নাম, ইউজার রিভিউ এবং অ্যাপে প্রদত্ত তথ্যগুলি ভালো করে পরীক্ষা করে দেখতে পারেন।