Gaming App: প্লে স্টোর থেকে জনপ্রিয় এই গেমিং অ্যাপকে সরালো গুগল, আপনার ফোনে ডাউনলোড নেই তো?

Google Play Store থেকে অ্যাপ রিমুভ হওয়া কোনো নতুন বিষয় নয়। প্রায় প্রতিমাসেই কোনো না কোনো ভুয়ো বা সংক্রামিত...
Anwesha Nandi 27 May 2023 5:52 PM IST

Google Play Store থেকে অ্যাপ রিমুভ হওয়া কোনো নতুন বিষয় নয়। প্রায় প্রতিমাসেই কোনো না কোনো ভুয়ো বা সংক্রামিত অ্যাপ্লিকেশন, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে থাকে টেক জায়ান্ট সংস্থাটি। তবে এবার Google তার Play Store থেকে Slavery Simulator নামক গেমিং অ্যাপটিকে সরিয়ে দিয়েছে। অভিযোগ, অ্যাপটি ব্রাজিলের খেলোয়াড়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ছড়াচ্ছিল – নাম অনুযায়ী Slavery Simulator ভার্চুয়ালি কালো চামড়ার মানুষদের কেনা-বেচা এবং নির্যাতনের অনুমতি দিয়েছে। এবার আপনি ভাবছেন গেমে কীভাবে এইসব হবে? সেক্ষেত্রে বলি এই গেমটিতে খেলোয়াড়দেরই ক্রীতদাস হিসাবে রিপ্রেজেন্ট করে টাকা উপার্জনের বিকল্প দেওয়া হতো। এদিকে শত শত মানুষ এই Slavery Simulator ডাউনলোডও করেছিলেন।

গেম অ্যাপ থেকে ছড়াচ্ছে হিংসা-দ্বেষ

আশ্চর্যের বিষয় হল যে, গুগল প্লে-স্টোরে স্লেভারি সিমুলেটর অ্যাপটির ডেসক্রিপশনে লেখা ছিল এটি যেকোনো ধরনের দাসত্বের বিরোধিতা করে এবং এর উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। অথচ বিগত কয়েক মাস ধরে এই অ্যাপ নিয়ে বেশ বিতর্ক চলছিল। দেখা গেছে গেমের নামে এই অ্যাপটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ঘৃণা ও হিংসার প্রচার করছিল। তাছাড়া এটি বর্ণবিদ্বেষকেও প্রশ্রয় দিয়েছে।

সেক্ষেত্রে বিষয়টি সামনে আনা মাত্রই গুগল তড়িঘড়ি এটির বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে। স্লেভারি সিমুলেটরকে রিমুভ করার পাশাপাশি সংস্থাটি অন্যদের ঘৃণাত্মক কন্টেন্ট রিপোর্ট করার জন্য আবেদনও করেছে।

বর্ণবাদ এখনও একটি বড় সমস্যা

প্রসঙ্গত উল্লেখ্য, ১৮৮৮ সালে সর্বশেষ আমেরিকার ব্রাজিলে দাসপ্রথা বিলুপ্ত হয়েছিল।
কিন্তু এখানে বর্ণ-জাতিবাদ এখনও একটি সমস্যা – জনসংখ্যার ৫৬ শতাংশেরও বেশি আফ্রো-ব্রাজিলিয়ান। আমাদের দেশেও নিম্নবর্ণের সমস্যার কথা মাঝেমাঝে শোনা যায়। সেক্ষেত্রে রিও ডি জেনিরোর এক বামপন্থী আঞ্চলিক বিধায়ক রেনাটা সুজা, স্লেভারি সিমুলেটরের প্রসঙ্গে বলেছেন যে ব্রাজিল সেই দেশগুলির মধ্যে একটি যেখানে গুগলের প্রচুর ইউজার রয়েছে। তাই এই ধরনের একটি অ্যাপের উপস্থিতি সে দেশের জন্য অন্ধকার বা ফ্যাসিবাদের সামিল।

Show Full Article
Next Story