Antivirus: আপনার ফোনে অবশ্যই রাখুন এই সরকারি অ্যান্টিভাইরাস অ্যাপ, সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করুন

আজকাল কমবেশি অনেক মানুষই বিভিন্ন অ্যান্টিভাইরাস সম্পর্কে অবগত। তবে, সরকারি অ্যান্টিভাইরাস অ্যাপ (Antivirus App)-এর নাম...
techgup 6 March 2024 1:03 PM IST

আজকাল কমবেশি অনেক মানুষই বিভিন্ন অ্যান্টিভাইরাস সম্পর্কে অবগত। তবে, সরকারি অ্যান্টিভাইরাস অ্যাপ (Antivirus App)-এর নাম অনেকেই জানেন না। স্মার্টফোন ব্যবহারকারীদের জেনে রাখা দরকার যে, ভারত সরকারের নিজস্ব অ্যান্টিভাইরাস অ্যাপ আছে, যার মাধ্যমে সহজেই ডিভাইসে উপস্থিত ম্যালওয়্যার বা ভাইরাসের কবল থেকে রক্ষা পাওয়া যেতে পারে।

ভারত সরকারের "সাইবার স্বচ্ছতা কেন্দ্র" যেটি বট নেট ক্লিনিং এবং ম্যালওয়্যার অ্যানালাইসিস সেন্টার নামেও পরিচিত, তারা বট নেট শনাক্তকরণ এবং রিমুভাল টুলস তৈরি করে। আর এই টুলগুলি যেকোনো ধরনের বট অ্যাপ, ম্যালওয়্যার এবং ভাইরাস শনাক্ত করতে সক্ষম।

জানিয়ে রাখি যে, বট হল এক ধরনের ম্যালওয়্যার, যার সাহায্যে হ্যাকার আপনার ফোনের সম্পূর্ণ ডেটা কপি করতে পারে। তাই ফোন থেকে এই ধরনের ম্যালওয়্যার এবং ভাইরাস শনাক্ত করতে এবং অপসারণ করতে সরকার eScan CERT-In Bot Removal অ্যাপ চালু করেছে।

আপনি প্রয়োজনে গুগল প্লে স্টোর থেকে এটি বিনামূল্যে ডাউনলোড করতে পারেন। আর এই অ্যাপটি আপনাকে ভুল এবং স্প্যাম সাইট ভিজিট করা থেকে বিরত রাখতে সাহায্য করবে। এছাড়াও, এই অ্যাপটি আপনার ফোন স্ক্যান করেও বলতে পারবে যে, আপনার ফোনে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা।

তাই আপনার মনে যদি সন্দেহ থেকে থাকে যে, আপনার ফোনে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার উপস্থিত আছে, তাহলে এই eScan CERT-In Bot Removal অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন।

Show Full Article
Next Story