- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Groww Down: বাজার খুলতেই গ্রো অ্যাপে...
Groww Down: বাজার খুলতেই গ্রো অ্যাপে লগইন করতে সমস্যা, হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে ইউজাররা
ভারতের জনপ্রিয় ট্রেডিং অ্যাপ Groww এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হয়েছে। বহু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে...ভারতের জনপ্রিয় ট্রেডিং অ্যাপ Groww এই মুহূর্তে সমস্যার সম্মুখীন হয়েছে। বহু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে অভিযোগ জানিয়েছেন। সকাল ৯টা ১৫ মিনিটে শেয়ার মার্কেট খুলতেই সমস্যা দেখা দেয় Groww অ্যাপ ও ওয়েবসাইটে। যদিও এখনও সমস্যার সমাধান হয়নি।
X (আগে Twitter) প্ল্যাটফর্মে বহু ইউজার তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন Groww অ্যাপ বা ওয়েবসাইট, কোনো কিছু থেকেই তারা প্রোফাইলে লগ-ইন করতে পারছেন না। এরফলে তাদের অনেক টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে। এমনকি যারা বাজার খুলতেই কোনো শেয়ার বিক্রি করতে চেয়েছিলেন, তাদের অর্ডারও গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।
এই বিষয়ে Groww তাদের সোশ্যাল মিডিয়া পেজে জানিয়েছে যে, 'আমাদের টেকনিক্যাল টিম সমস্যা খুঁজে বার করার চেষ্টা করছে। আশা করা যায় শীঘ্রই আমরা আবার ফিরে আসবো।'
যদিও কতক্ষণে Groww এর সমস্যা ঠিক হবে তা নিশ্চিত করে বলা হয়নি। সার্ভারের কারণেই এই সমস্যা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই Groww অ্যাপে সমস্যা দেখা দিচ্ছে। এই সম্পর্কে কয়েকজন ইউজার অভিযোগ করেছেন যে, প্ল্যাটফর্মে সমস্যা করিয়ে সেলারদের সুবিধা করিয়ে দিতেই Groww এই কাজ করছে। যদিও এর সত্যতা এখনো প্রমাণ হয়নি।