- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- সতর্ক হোন! এই WhatsApp গ্ৰুপ ও নম্বর...
সতর্ক হোন! এই WhatsApp গ্ৰুপ ও নম্বর থেকে সাবধান করল বেসরকারি নামী ব্যাঙ্ক
লোক ঠকানোর কাজে ব্যবহার করা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্ৰুপ। ব্যাঙ্কের নাম করে খোলা হয়েছে ভুয়ো পেজ। গ্রাহকদের সতর্ক করল বেসরকারি ব্যাঙ্ক এইচএসবিসি। কোন নম্বর ও গ্ৰুপ থেকে সাবধান থাকতে বলা হয়েছে জেনে রাখুন।
ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্ৰুপ বানিয়ে ফের শুরু হয়েছে প্রতারণা। তবে এবার একটি বেসরকারি ব্যাঙ্কের ছদ্মবেশে। সেই নিয়ে সম্প্রতি গ্রাহকদের সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে গ্রাহকদের ইমেইল পাঠিয়ে ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্ৰুপ ও নম্বর থেকে সাবধান করেছে HSBC ব্যাঙ্ক। ব্যাঙ্কের নাম করে আর্থিক প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।
এই গ্ৰুপ ও নম্বর থেকে সাবধান
ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রূপের নাম এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড এবং ফোন নম্বর ৮০০৮৭২৩৯৩৮। ব্যাঙ্কের তরফে ইমেইলে বলা হয়েছে, এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের একজন কর্মচারী, সিআইও ভেনুগোপাল মানঘাট, জনসাধারণকে প্রতারণা করার চেষ্টা করছেন। জালিয়াতির জন্য ভেনুগোপাল মানঘাট যে নম্বরটি ব্যবহার করছেন সেটি হল ৮০০৮৭২৩৯৩৮।
ইমেইলে, ব্যবহারকারীদের সুবিধার্থের ব্যাঙ্কের সমস্ত অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম দেওয়া হয়েছে। যাতে তারা প্রতারণা থেকে বাঁচতে পারেন। এর মধ্যে রয়েছে এক্স, ফেসবুক, ইন্সটাগ্রাম, লিঙ্কডিন এবং ইউটিউব। এছাড়া ব্যাঙ্কের দুটি অফিশিয়াল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও রয়েছে।
আর কী বলা হয়েছে ইমেইলে?
ব্যাঙ্ক জানিয়েছে, একটি ভুয়ো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে প্রতারণামূলক কার্যকলাপ চালানো হচ্ছে যা আমরা আপনার নজরে আনতে চাই৷ এইচএসবিসি অ্যাসেট ম্যানেজমেন্ট (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেডের একজন কর্মচারী ভেনুগোপাল মানঘাট, সিআইও-এর সাথে সম্পৃক্ত বলে মিথ্যাভাবে জনসাধারণকে প্রতারিত করার চেষ্টা করছে।
আপনিও যদি এমন গ্রূপের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই সেটি রিপোর্ট করুন। পাশাপাশি কোনও রকম অজানা নম্বর ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দেওয়া থেকে বিরত থাকুন।
লোক ঠকানোর কাজে ব্যবহার করা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্ৰুপ। ব্যাঙ্কের নাম করে খোলা হয়েছে ভুয়ো পেজ। গ্রাহকদের সতর্ক করল বেসরকারি ব্যাঙ্ক এইচএসবিসি। কোন নম্বর ও গ্ৰুপ থেকে সাবধান থাকতে বলা হয়েছে জেনে রাখুন।