Instagram Down: আবারও অচল হল ইনস্টাগ্রাম পরিষেবা, সমস্যার মুখে সারা বিশ্বের ইউজাররা

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ভারতসহ সারা বিশ্বে Instagram অত্যন্ত জনপ্রিয়। রোজ কয়েক কোটি মানুষ Meta-র এই...
Anwesha Nandi 20 July 2023 6:58 PM IST

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে ভারতসহ সারা বিশ্বে Instagram অত্যন্ত জনপ্রিয়। রোজ কয়েক কোটি মানুষ Meta-র এই ফটো-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি ব্যবহার করেন। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেলে আবারও হঠাৎই অচল হয়ে পড়ে Instagram। রিপোর্ট অনুযায়ী, বিশ্বব্যাপী বহু ইউজারই এই বিভ্রাটের শিকার হয়েছেন। এর মধ্যে কিছু মানুষ Twitter-এ এই সমস্যার কথা জানান, এমনকি সেখানে ট্রেন্ডিংয়ে পরিণত হয় #instagramdown হ্যাশট্যাগটি। উল্লেখ্য, এর আগে বুধবার গভীর রাতে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় Meta-র আরেক বহুল ব্যবহৃত প্রোডাক্ট তথা ইনস্ট্যান্ট মেসেজিং মাধ্যম WhatsApp। ওই সময় ইউজাররা মেসেজ পাঠাতে বা এডিট করতে পারেননি বলে জানা গিয়েছে। 
 
দুপুর থেকেই Instagram বিভ্রাটের শিকার ইউজাররা

আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টর (DownDetector) ইতিমধ্যেই ইনস্টাগ্রামের সাম্প্রতিক অচলাবস্থা সম্পর্কে তথ্য শেয়ার করেছে। কারণ অনেক ইউজার সেখানে রিপোর্ট করেছেন। ডাউন ডিটেক্টরের তথ্যের ভিত্তিতে বলা যায় যে, দুপুর দেড়টার দিকে এই ইনস্টাগ্রাম বিভ্রাট শুরু হয়, এরপর রিপোর্টের গ্রাফ দ্রুত বাড়তে থাকে।

এক্ষেত্রে দেশজুড়ে বিভিন্ন জায়গার মানুষ ডাউন ডিটেক্টরে ইনস্টাগ্রাম অ্যাপ ডাউন হয়ে গেছে বলে রিপোর্ট করেছেন, যার মধ্যে ৩৬ শতাংশ মানুষ সার্ভার সংযোগ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয়েছেন। আবার ২২ শতাংশ মানুষ বলেছেন যে, তারা অ্যাকাউন্ট লগইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন।

১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ডাউন Instagram
 
নতুন থ্রেডস (Threads) প্ল্যাটফর্ম চালু করে বেশ চর্চার মুখে রয়েছে মেটা এবং ইনস্টাগ্রাম। কিন্তু এরই মধ্যে যেন সংস্থার ত্রুটির দিকগুলি সামনে আসছে। এর আগে গত ১১ই জুলাই মেটার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সার্ভার হঠাৎ ডাউন হয়ে যাওয়ার খবর প্রকাশিত হয়েছিল। এখন ১০ দিনের মধ্যে দ্বিতীয়বার ইনস্টাগ্রাম ডাউন হল। এই প্রসঙ্গে বলে রাখি, শুধু ইনস্টাগ্রাম নয়, গতকাল রাত ১.৩৩ টায় (ভারতীয় সময় অনুযায়ী) হোয়াটসঅ্যাপের মোবাইল অ্যাপ এবং ওয়েব পরিষেবা উভয়ই বন্ধ ছিল অভিযোগ উঠেছে। 

Show Full Article
Next Story