- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- ডাউন ইনস্টাগ্রাম, অ্যাপের মাধ্যমে মেসেজ...
ডাউন ইনস্টাগ্রাম, অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে সমস্যা ব্যবহারকারীদের
Instagram Down - বিকাল ৫টা থেকে ইনস্টাগ্রাম অ্যাপে মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে বলে ইউজাররা অভিযোগ করেছে। অনলাইন ওয়েবসাইট ট্র্যাকার, ডাউনটাইম ডিটেক্টরে একাধিক ইউজার ইনস্টাগ্রাম ডাউন হওয়ার রিপোর্ট করেছে।
Instagram Outage: বিশ্বের বিভিন্ন দেশে অচল হয়ে পড়ল ইনস্টাগ্রাম পরিষেবা। হাজার হাজার ব্যবহারকারী জানিয়েছেন যে, তারা ইনস্টাগ্রামে মেসেজ পাঠাতে পারছেন না। মূলত ইউরোপ ও আমেরিকার ইউজাররা সমস্যার কথা জানিয়েছেন। যদিও ভারতে ইনস্টাগ্রাম পরিষেবা সচল আছে। মেসেজ পাঠানো থেকে শুরু করে ফিড রিফ্রেশ, সবকিছুই স্বাভাবিকভাবেই করতে পেরেছে টেকগাপের টিম।
বিকাল ৫টা থেকে ইনস্টাগ্রাম অ্যাপে মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে বলে ইউজাররা অভিযোগ করেছে। অনলাইন ওয়েবসাইট ট্র্যাকার, ডাউনটাইম ডিটেক্টরে একাধিক ইউজার ইনস্টাগ্রাম ডাউন হওয়ার রিপোর্ট করেছে। এছাড়া মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স (আগে টুইটারে)-এ অনেকেই সমস্যার কথা জানিয়েছেন এবং অন্যান্য কেউ এই সমস্যার মুখোমুখি হয়েছেন কিনা শুনতে চেয়েছেন।
যদিও ইনস্টাগ্রামের তরফে এখনও সমস্যার কথা অফিসিয়াল জানানো হয়নি। আশা করা যায় জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপটির ইঞ্জিনিয়াররা দ্রুত সমস্যার কথা জানতে পারবে এবং সমাধান নিয়ে আসবে। দা ইউএস সান এর রিপোর্ট অনুযায়ী, ম্যানচেস্টার, কার্ডিফ, লন্ডন, কেমব্রিজ সহ আরও কয়েকটি অঞ্চলের মানুষ বেশি করে সমস্যার কথা জানাচ্ছে।
উল্লেখ্য, গুগল, ইউটিউব, ফেসবুক এবং উইকিপিডিয়ার পরে ইনস্টাগ্রাম বিশ্বের পঞ্চম সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। আর মেটা মালিকানাধীন এই প্ল্যাটফর্মে মাঝেমধ্যেই সমস্যা দেখা দেয়। তবে এবারের সমস্যাটি ভারতে হয়নি বলেই আমাদের ধারণা। ফলে ভারতীয় ইনস্টাগ্রাম ইউজাররা কোনো সমস্যা ছাড়াই অ্যাপটি ব্যবহার করতে পারবে।
Instagram Down - বিকাল ৫টা থেকে ইনস্টাগ্রাম অ্যাপে মেসেজ পাঠাতে সমস্যা হচ্ছে বলে ইউজাররা অভিযোগ করেছে। অনলাইন ওয়েবসাইট ট্র্যাকার, ডাউনটাইম ডিটেক্টরে একাধিক ইউজার ইনস্টাগ্রাম ডাউন হওয়ার রিপোর্ট করেছে।