হ্যাক হওয়া অ্যাকাউন্ট মুহূর্তে ফেরত দেবে Instagram, নতুন টুল আনল সংস্থা

কারোর Instagram অ্যাকাউন্ট হ্যাক হওয়া বর্তমান ডিজিটাল যুগে কোনো নতুন ঘটনা নয়। সেক্ষেত্রে আর পাঁচজনের মতো সম্প্রতি...
techgup 16 Dec 2022 1:24 PM IST

কারোর Instagram অ্যাকাউন্ট হ্যাক হওয়া বর্তমান ডিজিটাল যুগে কোনো নতুন ঘটনা নয়। সেক্ষেত্রে আর পাঁচজনের মতো সম্প্রতি আপনার Instagram অ্যাকাউন্টটিও কি হ্যাক হয়েছে? অ্যাপটি খুলতেই আপনি আন্দাজ করতে পেরেছেন যে আপনার অ্যাকাউন্টটি অন্য কেউ নিয়ন্ত্রণ করেছে? সেক্ষেত্রে ঘাবড়ানোর কোনো কারণ নেই। কেননা গোটা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সাইবার ক্রাইমকে রোখার জন্য সম্প্রতি Meta মালিকানাধীন সংস্থাটি একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে, যা হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলির অ্যাক্সেস ফিরে পেতে ব্যবহারকারীদেরকে সহায়তা করবে। ইউজারদেরকে আশ্বস্ত করে সংস্থাটি একটি ব্লগ পোস্টে জানিয়েছে যে, চলতি সময়ে ব্যবহারকারীদের নিরাপত্তার কথা ভেবেই Instagram-এর তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এবার অ্যাকাউন্ট হ্যাক হলে আর চিন্তার কোনো কারণ নেই, Instagram আনলো নতুন প্ল্যাটফর্ম

ইনস্টাগ্রামের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমানে ভুয়ো ক্রিপ্টোকারেন্সি রিটার্ন সহ আরও নানাবিধ উপায়ে ব্যবহারকারীদেরকে প্রলুব্ধ করে তাদের অ্যাকাউন্ট হ্যাক করছে জালিয়াতরা। গোটা বিশ্বজুড়ে ইদানীংকালে এই ধরনের ঘটনার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তবে সংস্থা কর্তৃক আনীত Instagram.com/hacked নামক নতুন প্ল্যাটফর্মটি ইউজারদেরকে এই ধরনের জঘন্য সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করতে সহায়তা করবে। নয়া প্ল্যাটফর্মটির দৌলতে কারোর অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যবহারকারীরা সে সম্পর্কে রিপোর্ট করতে পারবেন, এবং তাদের হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলির অ্যাক্সেস পুনরায় ফিরে পেতেও সক্ষম হবেন। উল্লেখ্য যে, নবাগত প্ল্যাটফর্মটিতে বেশ কিছু সেফটি টুলের সুবিধা মজুত রয়েছে, যা ব্যবহারকারীদের অ্যাকাউন্টগুলিকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

কীভাবে হ্যাক হওয়া Instagram অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরে পাওয়া যাবে?

১) আপনি যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে না পারেন, তাহলে আপনার মোবাইল ফোন বা ডেস্কটপ ব্রাউজারে Instagram.com/hacked টাইপ করুন।

২) এরপর প্রদত্ত তালিকা থেকে একটি বিকল্প নির্বাচন করুন। এই বিকল্পগুলির মধ্যে রয়েছে: My account was hacked (আমার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে), I forgot my password (আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি), The login code was sent to a mobile number or email that I don't have access to (যে লগইন কোডটি আমার মোবাইল নম্বর বা ইমেইলে পাঠানো হয়েছে, সেটিতে আমার অ্যাক্সেস নেই), Someone used my name, photos or information to create a new account (কেউ আমার নাম, ফটো বা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে), My account was disabled (আমার অ্যাকাউন্টটি ডিসেবল হয়ে গিয়েছে), কিংবা Something else (অন্য কিছু)।

৩) সঠিক অপশনটি বেছে নেওয়ার পর নিজের হ্যাক হওয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস ফিরে পেতে হলে আপনাকে এরপর বেশ কয়েকটি স্টেপ অনুসরণ করতে হবে।

৪) আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, তবে আপনি যে অ্যাকাউন্টটির অ্যাক্সেস ফিরে পেতে চাইছেন, সেটিকে বেছে নিতে হবে৷

হ্যাকিং প্রতিরোধে একেবারে দৃঢ়প্রতিজ্ঞ Instagram

উল্লেখ্য যে, হ্যাকিং প্রতিরোধে ইউজারদেরকে সহায়তা করার জন্য দীর্ঘদিন ধরেই Instagram নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর জন্য কোম্পানিটি স্বয়ংক্রিয়ভাবে সেই সমস্ত অ্যাকাউন্টগুলিকে রিমুভ করে দেয়, যেগুলিকে সংস্থার নিজস্ব সিকিউরিটি সিস্টেম ম্যালিশিয়াস বলে চিহ্নিত করে। এছাড়া, কেউ যদি ছদ্মবেশ ধারণ করে কোনো অ্যাকাউন্ট খুলেছে বলে সংস্থাটি সন্দেহ করে, তাহলে আগামী দিনগুলিতে সেই সমস্ত অ্যাকাউন্টধারীদেরকে সতর্ক করতে সরাসরি ডাইরেক্ট মেসেজ বা ডিএম (DM) পাঠানোরও পরিকল্পনা করছে Instagram। তদুপরি, যাচাইকৃত (ভেরিফায়েড) অ্যাকাউন্টগুলির জন্য সংস্থাটি এখন স্টোরিজ (Stories) এবং ডিএম সহ আরও অনেক জায়গায় ব্লু ভেরিফায়েড ব্যাজ শো করবে। ফলে ফিড (Feed)-এ এই ব্লু টিকগুলি দেখলেই ইউজাররা অতি অনায়াসে বুঝতে পারবেন যে, অ্যাকাউন্টটি ১০০% অথেন্টিক।

Show Full Article
Next Story