- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Instagram আনল TikTok এর মতো এডিটিং টুল,...
Instagram আনল TikTok এর মতো এডিটিং টুল, আরও সহজে বানানো যাবে Reels
ইনস্টাগ্রাম (Instagram) ধীরে ধীরে টিকটকের (TikTok) সব ফিচার নিজের প্ল্যাটফর্মে জুড়ছে। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরে...ইনস্টাগ্রাম (Instagram) ধীরে ধীরে টিকটকের (TikTok) সব ফিচার নিজের প্ল্যাটফর্মে জুড়ছে। ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পরে ইনস্টাগ্রাম, রিলস (Reels) নিয়ে আসে। ইতিমধ্যেই এটি জনপ্রিয়তা লাভ করেছে। এই জনপ্রিয়তা ধরে রাখতে এখন সংস্থাটি ইনস্টাগ্রাম রিলস এর জন্য একটি নতুন এডিটিং টুল এবং ট্রেন্ডিং কনটেন্ট খোঁজার জন্য একটি নয়া ফিচার লঞ্চ করেছে।
নয়া ভিডিও এডিটিং টুল আসায় Instagram Reels-এ বড় ধরনের পরিবর্তন দেখা যাবে। এই টুল একই স্ক্রিনে ভিডিও ক্লিপ, অডিও, স্টিকার প্রভৃতি আপলোড করতে দেবে। এর আগে এই সব কাজ আলাদাভাবে করতে হতো। নতুন আপডেটের পর Instagram Reels এর টাইমলাইন টিকটকের মতো দেখাবে।
আবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এখন ট্রেন্ডিং ভিডিও খুব সহজে খুঁজে পাবে। এখন একটি নতুন রিলস পেজ প্রদর্শিত হবে। এছাড়া নতুন আপডেটে ক্রিয়েটরদের জন্য আরও একটি নতুন টুল আনা হয়েছে, যাতে কনটেন্টের পারফরম্যান্স সম্পর্কে জানা যাবে।
ইনস্টাগ্রাম রিলস এর নতুন আপডেটে গিফটিং ফিচারও যুক্ত করা হয়েছে। এই ফিচারের সাহায্যে ক্রিয়েটরদের ফ্যানরা তাদের প্রিয় ক্রিয়েটরদের উপহার পাঠাতে পারবেন।