- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Reels Video Download: চুটকিতে হবে...
Reels Video Download: চুটকিতে হবে ইনস্টাগ্রাম রিলস ডাউনলোড, চলে এল নতুন ফিচার
Instagram ব্যবহারকারীদের জন্য খুশির খবর। এখন পছন্দের Reels কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডাউনলোড করা যাবে। বহু...Instagram ব্যবহারকারীদের জন্য খুশির খবর। এখন পছন্দের Reels কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ডাউনলোড করা যাবে। বহু প্রতীক্ষার পর Instagram অবশেষে তার ব্যবহারকারীদের এই সুবিধা দিতে চলেছে। তবে এই সুবিধা শুধুমাত্র নির্বাচিত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে। সম্প্রতি নিজের ব্রডকাস্ট চ্যানেলে (Broadcast Channel) ইনস্টাগ্রাম হেড অ্যাডাম মোসেরি ঘোষণা করেছেন যে, এবার মার্কিন যুক্তরাষ্ট্রের Instagram ব্যবহারকারীরা তাদের ডিভাইসে সরাসরি Reels ডাউনলোড করতে পারবেন।
প্রসঙ্গত, বর্তমানে সমগ্র বিশ্বের ইনস্টাগ্রামের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২.৩৫ বিলিয়ন অর্থাৎ ২৩৫ কোটি। আর এর মধ্যে ভারতের ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যাই প্রায় ২২৯ মিলিয়ন অর্থাৎ ২২.৯ কোটি। তবে ভারতীয় ব্যবহারকারীরা এখনই রিলস ডাউনলোড করার ফিচারটি ব্যবহার করতে পারবে না।
কিভাবে কাজ করবে Instagram Reels এর জন্য আসা এই নতুন ফিচার
অ্যাডাম মোসেরি একটি পোস্টে লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এবার থেকে পাবলিক অ্যাকাউন্ট গুলির দ্বারা শেয়ার করা রিলস ভিডিওগুলি ডাউনলোড করতে পারবেন। আর এর জন্য শুধু পছন্দের রিলস এর শেয়ার আইকনে ট্যাপ করে ডাউনলোড অপশনটি সিলেক্ট করতে হবে। কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট দ্বারা শেয়ার করা রিলস গুলি ডাউনলোড করা যাবে না। তবে পাবলিক অ্যাকাউন্ট-এর ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট সেটিংস-এ গিয়ে রিলস ডাউনলোড করার অপশনটিকে বন্ধ করে দিলে অন্য কোন ব্যবহারকারী তার রিলস ডাউনলোড করতে পারবে না। জানা গেছে যে, ডাউনলোড করা ভিডিওতে ওয়াটার মার্ক থাকবে, সেই সঙ্গে অ্যাকাউন্টের নামের সাথে সাথে একটি ইনস্টাগ্রামের লোগোও দেখা যাবে।
এ কথা আগেই জানানো হয়েছে যে, ভারতীয় ব্যবহারকারীরা এখনই ইনস্টাগ্রাম রিলস সরাসরি ডাউনলোড করতে পারবেন না, এর জন্য তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে এখন থার্ড পার্টি অ্যাপ দ্বারা রিলস গুলি ডাউনলোড করা যেতেই পরে।
Instagram Reels কীভাবে ডাউনলোড করা যাবে
১) রিলস ভিডিও ডাউনলোড করতে প্রথমে ইনস্টাগ্রামে যান এবং আপনি যে রিলসটি ডাউনলোড করতে চাইছেন সেটি চালান।
২) এরপর শেয়ার আইকনে ক্লিক করুন এবং লিঙ্কটি কপি করুন।
৩) এবার Saveinsta ওয়েবসাইট বা লিঙ্কে ক্লিক করে রিলস ডাউনলোড করে নিন।