সুপারফাস্ট ইন্টারনেটের এই ডিজিটাল যুগে কাউকে নকল করা এখন আর অপরাধ নয়। সমস্ত সোশ্যাল মিডিয়া বা অন্যান্য অ্যাপ একে অপরকে নকল করছে। প্রযুক্তি সংস্থা Meta-ও সেই পথে হাঁটছে। গত কিছু সময় থেকে অন্যান্য অ্যাপের ফিচার কপি করছে মেটা। এখন Instagram এর জন্য একটি নতুন ফিচার নিয়ে আসা হচ্ছে যা স্ন্যাপচ্যাটের ফিচারের নকল।
Instagram এর এই নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের বর্তমান লোকেশন সহ টেক্সট, ফটো বা ভিডিও শেয়ার করা যাবে। এটি তাদের পোস্টে দেখা যাবে অর্থাৎ টেক্সট, ফটো বা ভিডিও এবং লোকেশন একসঙ্গে পোস্টে দেখা যাবে।
ইনস্টাগ্রামের এই আসন্ন ফিচারটির স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপস ফিচারের কপি, যা ২০১৭ সালে লঞ্চ করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামের এই ম্যাপ ফিচার প্রাইভেসি সেটিংসের সঙ্গে আসবে।
ইনস্টাগ্রামের ম্যাপ ফিচার ব্যবহারের সময় ব্যবহারকারীরা নিয়ন্ত্রণের স্বাধীনতা পাবেন। অর্থাৎ তারা যাকে ইচ্ছা তাকেই লোকেশন দেখার সুযোগ দেবে। উদাহরণস্বরূপ, কোনও ব্যবহারকারী তার অবস্থানের জন্য ঘনিষ্ঠ বন্ধু বা কেবল ফলোয়ারের অপশন বেছে নিতে সক্ষম হবেন।
ইনস্টাগ্রামের এই ফিচারটি বর্তমানে পরীক্ষা করা হচ্ছে অর্থাৎ বিটা ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। সবার জন্য কতদিন এটি চালু হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।