এই দীপাবলিতে বিশেষ উপহার Instagram-এর, Reel বানালে ইউজাররা পাবেন লাখো টাকা বোনাস

সাম্প্রতিক বছরগুলিতে Instagram অত্যন্ত জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। ফটো বা ভিডিও শেয়ারিং মাধ্যম হলেও একাংশ...
Anwesha Nandi 16 Oct 2022 5:53 PM IST

সাম্প্রতিক বছরগুলিতে Instagram অত্যন্ত জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। ফটো বা ভিডিও শেয়ারিং মাধ্যম হলেও একাংশ ইন্টারনেট ইউজার এতে সময় কাটাচ্ছেন। আবার Reels ভিডিও বানিয়ে বা শেয়ার করে অনেকেই খ্যাতি এবং অর্থ – দুইই অর্জন করছেন। সেক্ষেত্রে যারা এই জাতীয় ছোট ছোট ভিডিও বানান, তাদের অতিরিক্ত উপার্জনের জন্য এবার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে Instagram। আসলে সম্প্রতি Meta মালিকানাধীন সংস্থাটি ভারতে Reels Play Bonus প্রোগ্রাম চালু করেছে। আর এই প্রোগ্রামের দরুন ইউজাররা Reels বানিয়ে ৫,০০০ ডলার (প্রায় ৪ লাখ টাকা) পর্যন্ত বোনাস পাবেন বলে জানা গিয়েছে। অর্থাৎ এখন বাড়ি বসে Instagram-এর মাধ্যমেই হয়ে উঠতে পারবেন লাখপতি।

Instagram Reel বানিয়েই পাওয়া যাবে লাখো লাখো টাকা

উল্লেখ্য, এর আগে আমেরিকায় 'রিল প্লে বোনাস' কর্মসূচি চালু করেছিল ইনস্টাগ্রাম। তবে এখন আলোর উৎসব দীপাবলির আগেই এটি ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্যও উপলব্ধ হয়েছে। ফলত এখন ইনস্টাগ্রাম ইউজাররা ব্র্যান্ড স্পনসরশিপ এবং অ্যাফিলিয়েট প্রোগ্রাম ছাড়াও, কোম্পানি থেকে সরাসরি অর্থ উপার্জন করার বিকল্প পাবেন। তবেই এই বোনাস তারাই পাবেন, যাদের রিল নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো সাড়া (পড়ুন রিচ্) পাবে।

রিপোর্ট অনুযায়ী, কোনো ইনস্টাগ্রাম ইউজার একবার রিল বা শর্ট ভিডিও তৈরি করলে তাতে যদি নূন্যতম ১৫০ মিলিয়ন ভিউ হয়, তবেই সেই ইউজার রিল প্লে বোনাস পাবেন। এক্ষেত্রে তারা সর্বাধিক বোনাস অর্জনের জন্য ১ মাস পর্যন্ত সময় পাবেন এবং বোনাসের জন্য ভিডিওর ভিউ ১৬৫ মিলিয়ন পর্যন্ত গ্রাহ্য হবে। আগামী ১১ই নভেম্বরের আগে এই বোনাস অর্জনের অপশন সক্রিয় করা যাবে।

১,০০০ বার কোনো Reel দেখা হলে তবেই মিলবে রিওয়ার্ড

এই প্রসঙ্গে বলে রাখি, ইনস্টাগ্রামে এমনিতে রিল বানালেই যে টাকা পাওয়া যায় তা নয়। এক্ষেত্রে কারো ভিডিও ৩০ দিনে ১,০০০টি ভিউ পেলে, তবেই তিনি রিওয়ার্ড হিসেবে টাকা পাবেন।

Show Full Article
Next Story