Instagram ব্যবহারকারীরা এবার কারো স্টোরিতে কমেন্ট করতে পারবেন। আজ নতুন এই সুবিধাটি নিজেদের অ্যাপে যুক্ত করেছে বিশ্বের জনপ্রিয় ফটো শেয়ারিং প্ল্যাটফর্মটি। কিছুদিন আগে ভারতে ক্রিয়েটর ল্যাব লঞ্চ করার সময় Instagram “কমেন্টস ইন স্টোরিজ” নামের এই ফিচারের ঘোষণা করেছিল এবং আজ থেকে এই ফিচার সবার জন্য চালু হয়েছে। একটি অফিসিয়াল পোস্টারে সংস্থাটি লিখেছে, “এখন আপনি বন্ধুদের স্টোরিতে কমেন্ট করে তাদের প্রতি আপনার ভালবাসা দেখাতে পারবেন। “
এর আগে ইনস্টাগ্রাম স্টোরিতে কমেন্ট করার কোনো সুবিধা ছিল না। তবে নতুন এই ফিচারের দৌলতে সেই সুবিধা পাবেন ব্যবহারকারীরা এবং এই কমেন্টগুলি অন্য ব্যবহারকারীরাও দেখতে পাবে।
আরও পড়ুন : Maruti Swift CNG: মাইলেজ মন ভাল করে দেবে, 12 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে নতুন মারুতি সুইফ্ট সিএনজি
তবে Meta মালিকানাধীন Instagram এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে দুটি সীমাবদ্ধতা রেখেছে। প্রথমটি হল, কমেন্ট কেবল তাদের কাছে দৃশ্যমান হবে যারা ওই স্টোরি পোস্টকারীকে অনুসরণ করেন। আর কেবলমাত্র অনুসরণকারীর স্টোরিতেই কমেন্ট করা যাবে।
আরও পড়ুন : Jio, BSNL, Airtel নাকি Vi এর নেটওয়ার্ক আপনার এলাকায় ভালো এভাবে চেক করুন
Instagram-এ স্টোরি পোস্ট করার 24 ঘন্টা পর্যন্ত তাতে কমেন্ট করা যাবে। আর স্টোরিটি প্রোফাইলে হাইলাইট হিসেবে সেভ করা থাকলে কমেন্ট থেকে যাবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক বলেছেন, ব্যবহারকারীরা কোন স্টোরিতে কমেন্ট দেখতে চান, সে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন।