ঘুম উড়বে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের, শাহরুখের ডঙ্কি সহ ভারতীয় সিনেমা আসবে Jio Studios -এর হাত ধরে

টি কন্টাক্ট পরিষেবা প্রদানকারী 'ব্র্যান্ড' হিসাবে চিহ্নিত করা হবে Jio Studios -কে, এমনটাই দাবি করা হয়েছে সংস্থার তরফ...
SUMAN 14 April 2023 12:28 AM IST

টি কন্টাক্ট পরিষেবা প্রদানকারী 'ব্র্যান্ড' হিসাবে চিহ্নিত করা হবে Jio Studios -কে, এমনটাই দাবি করা হয়েছে সংস্থার তরফ থেকে।

Reliance Jio আজ তাদের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে এসম্পর্কে টিজার পোস্ট করেছে। সেখানে দেখা গেছে সংস্থাটি ইতিমধ্যেই ১০০টিরও বেশি নতুন প্রজেক্ট এখানে অন্তর্ভুক্ত করেছে। জানা গেছে, হিন্দি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমা ও ওয়েব সিরিজ তৈরী করবে প্রোডাক্শন হাউজটি। পাশাপাশি, শাহরুখ খান, শহীদ কাপুর, অমিতাভ বচ্চন, আর মাধবন, কৃতি স্যানন, রণদীপ হুডা, শ্রদ্ধা কাপুর অভিনীত প্রজেক্ট রিলিজ করতে চলেছে Jio Studios। তবে আসন্ন সিনেমা বা ওয়েব সিরিজগুলির রিলিজের তারিখ এখনও জানানো হয়নি। এক্ষেত্রে রিলিজের পর প্রত্যেকটি সিনেমা ও ওয়েব সিরিজকে JioCinema অ্যাপে উপলব্ধ করা হতে পারে বলে আমাদের অনুমান।

জিও স্টুডিওর এই নয়া লাইনআপের সাথে যুক্ত হয়েছেন 'থ্রী ইডিয়ট' প্রখ্যাত পরিচালক রাজকুমার হিরানি। তিনি 'ডঙ্কি' (Dunki) নামের একটি সিনেমা নিয়ে আসছেন, যা ডঙ্কি ফ্লাইট কনসেপ্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ভারতীয় অভিবাসীরা (immigrants) অবৈধভাবে বিদেশে যাওয়ার জন্য যে পদ্ধতি ব্যবহার করে তার বিবরণ এতে আছে। এই বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা এবং এতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান ও তাপসী পান্নু। জানিয়ে রাখি, খান এবং হিরানি এই প্রথমবার যৌথভাবে কোনো সিনেমা করছেন।

অন্যদিকে শাহিদ কাপুর অভিনীত দুটি সিনেমা রিলিজ করতে চলেছে জিও স্টুডিও। প্রথমটি হল 'ব্লাডি ড্যাডি' (Bloody Daddy)। এটি ২০১১ সালের ফরাসি ফিল্ম 'নুইট ব্লাঞ্চ' (Nuit Blanche) বা স্লিপলেস নাইট (Sleepless Night) -এর একটি ভারতীয় ভার্সন। এখানে একজন পুলিশের সাথে একজন মাদক ব্যবসায়ীর ঝামেলা লাগে। এরপর পুলিশ অফিসারের ছেলেকে কিডন্যাপ করে নেওয়া হয় এবং এখান থেকেই তৈরি হয় গল্প। ছবিটি শীঘ্রই জিও সিনেমায় মুক্তি পাবে বলে জানা গেছে। পরবর্তী ফিল্মে শাহিদ কাপুরের বিপরীতে থাকবেন অভিনেত্রী কৃতি স্যানন। যদিও সিনেমার নাম জানা যায়নি, তবে এটি একটি রোমান্টিক ফিল্ম হবে বলে জানা যাচ্ছে।

পরিচালক দীনেশ ভিজান তার নির্মিত হরর-কমেডি সিনেমা 'স্ত্রী' (Stree) এবং 'ভেডিয়া' (Bhediya) উভয়ের সিক্যুয়েল রিলিজ করতে চলেছে জিও স্টুডিওর সাথে অংশীদারিত্বে। দুটি সিনেমাতেই পূর্ববর্তী তারকাদের কাস্ট করা হয়েছে। এছাড়া, অভিনেতা অমিতাভ বচ্চন অভিনীত 'সেকশন ৮৪' (Section 84), ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত 'জারা বাচকে' (Zara Bachke) জারা বাচকে, আর মাধবন অভিনীত 'হিসাব বারাবার' (Hisaab Barabar) এর মতো আকর্ষণীয় সিনেমা আসতে চলেছে জিও সংস্থার এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্মে। প্রসঙ্গত, প্রকাশ ঝা পরিচালিত একটি রাজনৈতিক থ্রিলার ওয়েব সিরিজ 'লাল বাত্তি' (Laal Batti) -এর সাথে নানা পাটেকর প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে আসবে বলেও জানা যাচ্ছে।

এছাড়া, মারাঠি, বাংলা, গুজরাটি, ভোজপুরি সহ একাধিক আঞ্চলিক ভাষায় সিনেমা এবং টিভি সিরিজ তৈরি করার কথাও জানিয়েছে Jio Studios। এক্ষেত্রে জানিয়ে রাখি, বাংলা সিনেমায় 'নতুন ব্লকবাস্টার যুগ' তৈরি করতে এসভিএফ এন্টারটেইনমেন্টের (SVF Entertainment) সাথেও হাত মিলিয়েছে মুকেশ আম্বানির প্রযোজনা লাইনআপটি।

Jio Studios -এর আপকামিং সিনেমার তালিকা :

  • Dunki — পরিচালক রাজকুমার হিরানি, শাহরুখ খান এবং তাপসী পান্নু অভিনীত,
  • Bloody Daddy — শাহিদ কাপুর অভিনীত,
  • শিরোনামহীন একটি মুভি — শাহিদ কাপুর ও কৃতি স্যানন অভিনীত,
  • Bhediya 2 — অভিনয় করেছেন বরুণ ধাওয়ান,
  • Stree 2 — শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত,
  • Section 84 — পরিচালক রিভু দাশগুপ্ত, অমিতাভ বচ্চন অভিনীত,
  • Hisaab Barabar — আর মাধবন এবং কীর্তি কুলহারি অভিনীত,
  • Zara Hatke Zara Bachke — ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত,
  • BlackOut — বিক্রান্ত ম্যাসি অভিনীত,
  • Mumbaikar — বিজয় সেতুপতি অভিনীত,
  • The Storyteller — পরেশ রাওয়াল এবং আদিল হুসেন অভিনীত,
  • Dhoom Dhaam — ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী অভিনীত,
  • Empire — পরিচালক বিজয় লালওয়ানি, তাপসী পান্নু অভিনীত,
  • Trial Period — জেনেলিয়া ডি'সুজা অভিনীত,
  • Bhagwat: Chapter One: Raakshas — আরশাদ ওয়ার্সি অভিনীত,
  • One Friday Night — পরিচালক মনীশ গুপ্ত, মিলিন্দ সোমান এবং রাভিনা ট্যান্ডন অভিনীত,
  • Blind,
  • Baramulla,
  • Mrs.
  • Sumo Didi — শ্রিয়াম ভগনানি অভিনীত,
  • Happily Ever After,
  • Rumi Ki Sharafat,
  • The Film That Never Was,
  • I Love You,
  • Sarvgunn Sampann — পরিচালক দীনেশ ভিজন, বাণী কাপুর অভিনীত,
  • Kacchey Limbu — পরিচালক শুভম যোগী, রাধিকা মদন অভিনীত,
  • Khwaabon ka Jhamela,
  • Pooja Meri Jaan — মৃণাল ঠাকুর এবং হুমা কুরেশি অভিনীত, পরিচালনায় নভজোট গুলাটি,
  • Sector 36 — পরিচালক দীনেশ ভিজন, বিক্রান্ত ম্যাসি এবং দীপক ডোবরিয়াল অভিনীত,
  • Ghamasaan — আরশাদ ওয়ার্সি অভিনীত,
  • Boo — মঞ্জিমা মোহন এবং নিভেথা পেথুয়ারাজ অভিনীত,
  • Kun Faya Kun — পরিচালক কুশান নন্দী, হর্ষবর্ধন রানে এবং সঞ্জিদা শেখ অভিনীত,
  • Aachari Baa,
  • Amar Prem Ki Prem Kahani,
  • Ikroop — আলী আব্বাস জাফার পরিচালিত,
  • Jo Tera Hai Woh Mera Hai,
  • Ishq-e-Nadaan,
  • Four Blind Men (মারাঠি),
  • 1234 (মারাঠি),
  • Kharvas (মারাঠি),
  • Kaata Kirrr (মারাঠি),
  • Khashaba (মারাঠি),
  • Baipan Bhari Deva (মারাঠি),
  • Bachubhai (গুজরাটি),
  • Chaandlo (গুজরাটি),
  • Ghulam Chor (গুজরাটি)।

Jio Studios -এর ১৬টি আপকামিং সিরিজের তালিকা :

  • Laal Batti — পরিচালক প্রকাশ ঝা, নানা পাটেকর এবং সঞ্জয় কাপুর অভিনীত,
  • Union: The Making of India — কে কে মেনন এবং আশুতোষ রানা অভিনীত,
  • Inspector Avinash — রণদীপ হুডা এবং উর্বশী রাউতেলা অভিনীত,
  • Rafuchakkar — কমিডিয়ান মনীশ পল অভিনীত
  • Bajao — ভারতীয় র‌্যাপার রাফতার অভিনীত,
  • The Magic of Shiri — দিব্যাঙ্কা ত্রিপাঠী অভিনীত,
  • Doctors — শরদ কেলকার অভিনীত,
  • A Legal Affair — বরখা সিং এবং অঙ্গদ বেদী অভিনীত,
  • Ishq Next Door — অভয় মহাজন এবং নাতাশা ভরদ্বাজ অভিনীত,
  • Do Gubbare — মোহন আগাশে এবং সিদ্ধার্থ শাও অভিনীত,
  • Hajamat — সঞ্জয় মিশ্র এবং আংশুমান পুশকা অভিনীত,
  • Moonwalk,
  • UP65 — ঋষভ জয়সওয়াল এবং সত্যম তিওয়ারি অভিনীত,
  • Kaalsutra (মারাঠি),
  • Eka Kaleche Mani (মারাঠি),
  • Aga Aai Aho Aai (মারাঠি)।

Show Full Article
Next Story