- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Kim Kardashian Hollywood: বন্ধ হয়ে...
Kim Kardashian Hollywood: বন্ধ হয়ে যাচ্ছে কিম কার্দাশিয়ান মোবাইল গেমিং অ্যাপ, কবে থেকে
হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের (Kim Kardashian) মোবাইল গেম বন্ধ হতে যাচ্ছে। এই ঘোষণার পর কিম কার্দাশিয়ানের ভক্তরা...হলিউড অভিনেত্রী কিম কার্দাশিয়ানের (Kim Kardashian) মোবাইল গেম বন্ধ হতে যাচ্ছে। এই ঘোষণার পর কিম কার্দাশিয়ানের ভক্তরা ক্ষোভ প্রকাশ করতে শুরু করছে। কিম কার্দাশিয়ানের মোবাইল গেম অ্যাপ্লিকেশনটি Kim Kardashian: Hollywood নামে পরিচিত এবং এটি ২০১৪ সালে লঞ্চ হয়েছিল।
গেমটিকে ইতিমধ্যেই অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরানো হয়েছে, যদিও ব্যবহারকারীরা তাদের ফোনে গেমটি আগে থেকে ইনস্টল করে রাখলে আপাতত খেলতে পারবেন। তবে ২০২৪ সালের ৮ এপ্রিল থেকে আর খেলা যাবে না।
Kim Kardashian: Hollywood গেমে কিম কার্দাশিয়ান এবং তার পরিবারের চরিত্রগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। এই গেমটি বিনামূল্যে খেলা যেত। তবে গেমাররা K স্টার কারেন্সি কিনতে পারতেন। এই গেম থেকে কিম কার্দাশিয়ানের মোট আয় হয়েছে ১৬০ মিলিয়ন ডলার।
গেমিং সাইট পলিগন কর্তৃক বিশ্বের সেরা ১০০ গেমের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে Kim Kardashian: Hollywood। কিম কার্দাশিয়ানও তার গেমিং অ্যাপ বন্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও গেমটির ডেভেলপার গ্লু মোবাইল এখনো এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।