ইলন মাস্কের ঘুম ওড়াতে Twitter-এর বিকল্প Threads আনছে ফেসবুকের মালিক জুকারবার্গ

খুব শীঘ্রই মেটা-মালিকানাধীন Instagram-এর Threads প্ল্যাটফর্ম লঞ্চ হতে চলেছে। আর ইতিমধ্যেই অনেকে এটিকে Twitter-এর বিকল্প বলে মনে করতে শুরু করেছেন। উল্লেখ্য, ইলন মাস্ক Twitter-এ টুইট…

খুব শীঘ্রই মেটা-মালিকানাধীন Instagram-এর Threads প্ল্যাটফর্ম লঞ্চ হতে চলেছে। আর ইতিমধ্যেই অনেকে এটিকে Twitter-এর বিকল্প বলে মনে করতে শুরু করেছেন। উল্লেখ্য, ইলন মাস্ক Twitter-এ টুইট দেখার সীমা নির্ধারণ ও টুইট ডেক অ্যাসেক্স করার জন্য ভেরিফিকেশনের মত নতুন নিয়মের কথা ঘোষণা করার পরে Twitter ব্যবহারকারীদের মধ্যে হতাশা দেখা দেয়। যার জেরে একাধিক ব্যবহারকারীকে এই প্ল্যাটফর্ম ছেড়ে দিতে দেখা যায়। তাই এমন সময় Meta-র এই ঘোষণা সকলের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

বেশ কিছুদিন ধরেই Threads সম্পর্কে একাধিক রিপোর্ট ঘুরপাক খেতে দেখা গেছে। এমনকি টুইটারের মালিক ইলন মাস্ক এবং মেটা সিইও মার্ক জুকারবার্গের মধ্যে ঠান্ডা লড়াইয়ের খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে, একথা যে কতখানি সত্য তা নিশ্চিত ভাবে বলা যাবে না। কিন্তু ইতিমধ্যেই জানা গেছে যে Threads নামের মেটার এই নতুন অ্যাপটি আগামী ৬ জুলায়ের আগেই লঞ্চ হতে পারে।

আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন তবে আপনি অ্যাপ স্টোর থেকে থ্রেডস নামের এই ইনস্টাগ্রাম অ্যাপটি দেখতে পারেন। কয়েকদিন আগেই অ্যাপটিকে অ্যাপ স্টোরে তালিকাভুক্ত করা হয়েছে এবং সেখানেই ঐর লঞ্চের তারিখ জানানো হয়েছে। যাইহোক, এই বিষয়ে খুব বেশি উত্তেজিত হবার কোনো কারণ নেই। কারণ মেটা অ্যাপটিকে ধীরে ধীরে চালু করতে পারে।

Meta Threads কি?

এক কথায়, থ্রেডস হল ইনস্টাগ্রামের ‘টেক্সট-বেসড কনভারসেশন অ্যাপ’। আর অ্যাপটির বর্ণনায় বলা হয়েছে, থ্রেডস হল, একাধিক কমিউনিটি একসাথে একত্রিত হয়ে, আজকের চর্চিত বিষয় থেকে শুরু করে আগামীকাল কী ট্রেন্ডিং হতে পারে সেই সব কিছু নিয়ে আলোচনা করার একটি জায়গা। এর মাধ্যমে আপনি সরাসরি আপনার প্রিয় ক্রিয়েটরদের ফলো এবং যোগাযোগ করতে পারবেন, যারা আপনার মত একই জিনিস পছন্দ করেন। অথবা বিশ্বের সাথে আপনি আপনার নিজস্ব ধারণা, মতামত এবং সৃজনশীলতা ভাগ করে নিতে পারবেন এবং আগ্রহীরা আপনাকে অনুসরণ করতেও পারবে।

থ্রেডস, ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে দেবে। এছাড়াও তারা ফটো এবং ভিডিও শেয়ারিং অ্যাপে ইতিমধ্যে যে অ্যাকাউন্টগুলি অনুসরণ করছে, সেগুলিও তারা অনুসরণ করতে পারবে। পাশাপাশি, ব্যবহারকারীরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্যবহার করা নাম দিয়েই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। অতএব, আপনার যদি ইতিমধ্যে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তবে থ্রেডস-এ সাইন আপ করা অনেক সহজ হবে।

এই অ্যাপটি মূলত টুইটারের মতো একইভাবে কাজ করবে। এটি ব্যবহারকারীদের তাদের চিন্তাভাবনা বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার অনুমতি দেবে । অন্য ব্যবহারকারীরা আপনার পোস্টটি পুনঃশেয়ার, লাইক এবং তাতে মন্তব্যও করতে পারবেন (যেমন ইলন মাস্কের টুইটারে টুইটগুলিকে রিটুইট, মন্তব্য এবং লাইক করা যায় ঠিক তেমনই এখানেও করা যাবে)।

তবে এখনও পর্যন্ত শুধুমাত্র অ্যাপ স্টোরে Threads তালিকাভুক্ত হয়েছে। Google Play Store-এ এখনো এটিকে খুঁজে পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সপ্তাহের শেষে অ্যাপটিকে প্লে স্টোরে কিছুক্ষনের জন্য দেখে গেলেও কয়েক ঘন্টা পরে এটিকে সরিয়ে নেওয়া হয়।

এই থ্রেডস অ্যাপটি এই বছরের জানুয়ারি থেকেই আন্ডার ডেভলপমেন্ট-এ রয়েছে বলে জানা গেছে এবং আগে এর কোডনাম ছিল প্রজেক্ট ৯২।

জ্যাক ডরসি, ইলন মাস্ক-এর প্রতিক্রিয়া

টুইটারের প্রাক্তন সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিও টুইটারে এই অ্যাপের লঞ্চ হওয়া নিয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। পাশাপাশি তিনি ঠাট্টাও করেছেন। থ্রেডস, ব্যবহারকারীদের কাছ থেকে যে সমস্ত ডেটা সংগ্রহ করবে তার একটি স্ক্রিনশট শেয়ার করে ডরসি লিখেছেন, “অল ইউর থ্রেডস বিলং টু আস।” এর পর ইলন মাস্ক, ডরসির এই টুইটে সহমত প্রকাশ করে একটি রিটুইটও করেছেন।

ইতিমধ্যে, ডরসি ব্লুস্কিতে বিনিয়োগ করেছেন, যেটিকে টুইটারের প্রতিযোগী বলে মনে করা হয়। আর এর সাথে ইলন মাস্কের মাইক্রোব্লগিং সাইটের বেশ মিল আছে বলেও মনে করা হয়।

প্রসঙ্গত উল্লেখ্য, ব্লুস্কির জন্ম হয়েছিল ২০১৯ সালে, যখন জ্যাক ডরসি টুইটারের সিইও ছিলেন। তিনি নতুন এই প্ল্যাটফর্মকে নেতৃত্ব দেওয়ার জন্য জে গ্রেবারকে বেছে নিয়েছিলেন এবং তারপর ব্লুস্কির সম্পূর্ণ দল তৈরি হয়েছিল ২০২২ সালে, Bluesky একটি পাবলিক বেনিফিট কোম্পানি হয়ে ওঠে এবং টুইটার থেকে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করে।