- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- এক অ্যাপেই শপিং থেকে শুরু করে সব কিছু,...
এক অ্যাপেই শপিং থেকে শুরু করে সব কিছু, Microsoft আনছে সুপার অ্যাপ
মোবাইল দুনিয়ায় Apple ও Google-এর আধিপত্যের সঙ্গে পাল্লা দিতে একটি অল-ইন-ওয়ান 'সুপার অ্যাপ' (super app) তৈরি করার...মোবাইল দুনিয়ায় Apple ও Google-এর আধিপত্যের সঙ্গে পাল্লা দিতে একটি অল-ইন-ওয়ান 'সুপার অ্যাপ' (super app) তৈরি করার পরিকল্পনা করছে টেক জায়েন্ট Microsoft। অ্যাপলইনসাইডার (AppleInsider)-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপ্লিকেশনটি এক জায়গায় শপিং, মেসেজিং, ওয়েব সার্চ, সংবাদ এবং অন্যান্য পরিষেবাগুলিকে একত্রিত করতে পারে। Microsoft-এর এক্সিকিউটিভদের মতে, অ্যাপটি বিং (Bing) সার্চ এবং তাদের বিজ্ঞাপন ব্যবসা (advertising business) উভয়ের বৃদ্ধিতেই সহায়তা করবে। তবে ঠিক কবে নাগাদ সংস্থাটি এই ধরনের অ্যাপ্লিকেশন মার্কেটে রোলআউট করবে, সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
চীনের দেখাদেখি ধামাকাদার 'সুপার অ্যাপ' তৈরি করার পরিকল্পনা করছে Microsoft
আপনাদেরকে জানিয়ে রাখি, অ্যাপল ও গুগলের মতো মাইক্রোসফটের কোনো মোবাইল অ্যাপ স্টোর নেই। তাই একটি অ্যাপের মধ্যেই সব ধরনের সুবিধা যুক্ত করে সেই ঘাটতি পূরণ করতে চাইছে সংস্থাটি। এই প্রসঙ্গে বলে রাখি, মাসখানেক আগে ইলন মাস্ক সুপার অ্যাপ 'এক্স' (X) তৈরির কথা ঘোষণা করেছিলেন। আবার, ইতিমধ্যেই চীনের 'উইচ্যাট' (WeChat) সুপার অ্যাপ হিসেবে বেশ জনপ্রিয় হয়েছে। বর্তমানে কোটি কোটি মানুষ এই অ্যাপটি ব্যবহার করেন। এতে আর্থিক লেনদেন, ওয়েব সার্চ, ই-কমার্স, চ্যাট, গেম, পরিবহন, বিল পেমেন্ট, লাইভ স্ট্রিম, সোশ্যাল নেটওয়ার্কিং সহ একাধিক সুবিধা মজুত রয়েছে। তবে যেহেতু পশ্চিমা বিশ্বে এখনও এরকম কোনো সুপার অ্যাপ চালু হয়নি, সেই কারণেই মাইক্রোসফট সম্প্রতি এই ধরনের অ্যাপ তৈরির কাজে উঠেপড়ে লেগেছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি ইউজারদের জন্য 'পোলস' ফিচার চালু করেছে Microsoft
অন্যদিকে, গত মাসে টেক জায়েন্টটি 'পোলস' (polls) চালু করেছে। এটি ব্যবহারকারীদের মাইক্রোসফট ফর্মস (Microsoft Forms) অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে পোল তৈরি করার একটি উপায় অফার করে, যা টিম মিটিংগুলিকে আরও আকর্ষক করে তোলে। কোনো টিম চ্যানেলে একটি পোল পোস্ট করতে বা একটি চ্যাট পেনে ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে হলে, ইউজাররা যে চ্যানেলে বা চ্যাটে একটি পোল অন্তর্ভুক্ত করতে চান, সেখানে প্রথমে তাদেরকে যেতে হবে। এরপর টিমস (Teams) উইন্ডোর নীচে থাকা ফর্মস (Forms)-এ সিলেক্ট করতে হবে, এবং তারপরে তাদের পছন্দমতো প্রশ্ন-উত্তরগুলিকে অ্যাড করতে হবে।
আগামী বছরের ফেব্রুয়ারি থেকে একাধিক সার্ভিসের দাম বাড়াচ্ছে Microsoft
প্রসঙ্গত জানিয়ে রাখি, বিগত কয়েক বছর ধরে গোটা বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। তাই এই কঠিন পরিস্থিতিতে বাজারে টিকে থাকার পাশাপাশি ব্যবসায় লাভের মুখ দেখার জন্য মাইক্রোসফট একের পর এক জোরদার পদক্ষেপ নিয়ে চলেছে। ইতিমধ্যেই সামগ্রিক খরচ কমাতে সংস্থাটি মাসখানেক আগে গোটা বিশ্বজুড়ে বেশ বড়ো সংখ্যায় কর্মী ছাঁটাই করেছে। এরপর আবার হালফিলে তারা বিভিন্ন সফ্টওয়্যার এবং অনলাইন পরিষেবাগুলির দাম ১১% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। টেক জায়েন্টটি সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ভারত সহ অন্যান্য এশীয় অঞ্চলে কমার্শিয়াল অন-প্রেমিসেস সফ্টওয়্যার এবং অনলাইন পরিষেবাগুলির দাম ১১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে, এবং এই পরিবর্তিত দাম আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
সংস্থাটি জানিয়েছে যে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে কমার্শিয়াল অন-প্রেমিসেস সফ্টওয়্যারের জন্য ৪.৫ শতাংশ, অনলাইন পরিষেবাগুলির জন্য ৯ শতাংশ, এবং উইন্ডোজ জিজিডাব্লিউএ (Windows GGWA)-এর জন্য গ্রাহকদের ১১ শতাংশ অতিরিক্ত টাকা খরচ করতে হবে। কোম্পানিটির তরফ থেকে আরও বলা হয়েছে যে, মাইক্রোসফট ৩৬৫ (Microsoft 365) এবং ডায়নামিক্স ৩৬৫ (Dynamics 365)-এর মতো পরিষেবাগুলি ১ ফেব্রুয়ারি থেকে ভারত-ভিত্তিক ইউজারদের কাছে সরাসরি বিক্রয়ের জন্য সংশোধিত মূল্য সহ সংস্থার অফিসিয়াল সাইটে প্রদর্শিত হবে। তবে এই সাম্প্রতিক মূল্যবৃদ্ধি বিজনেস কাস্টমারদের জন্য বিদ্যমান লাইসেন্সিং চুক্তির অধীনস্থ অর্ডারগুলিকে প্রভাবিত করবে না বলেই জানিয়েছে Microsoft।