- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- Money Earning: প্রতি মাসে ৬০ হাজার টাকা...
Money Earning: প্রতি মাসে ৬০ হাজার টাকা কামান Instagram থেকেই, জেনে নিন ট্রিক
আজকালকার সময়ে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি বসে কাজ করার প্রবণতা বেশ বেড়েছে; আবার, গতানুগতিক চাকরির প্রত্যাশা না করে এখন...আজকালকার সময়ে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি বসে কাজ করার প্রবণতা বেশ বেড়েছে; আবার, গতানুগতিক চাকরির প্রত্যাশা না করে এখন তরুণ প্রজন্মের একাংশ কন্টেন্ট ক্রিয়েট, গেমিং এবং আরও অন্যান্য অনলাইন উৎস থেকে উপার্জনের চেষ্টা করছেন। সেক্ষেত্রে আপনি চাইলে অবসর-বিনোদনের জন্য ফোনে ইনস্টল থাকা সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকেই মোটা টাকা আয় করতে পারেন! ভাবছেন কীভাবে? আসলে Instagram থেকে এখন প্রতি মাসে ৬০ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ রয়েছে। তবে এর জন্য আপনাকে কিছু কৌশল অনুসরণ করতে হবে, এতে করে আপনি আপনার পোস্ট থেকেই আয় করতে পারবেন। তো আসুন, এখন Instagram থেকে আয় করার এই ব্যাপারটি খোলসা করে জেনে নিই…
Instagram থেকে পকেটে পুড়ুন হাজার হাজার টাকা, মূল মন্ত্র একটাই
১. Reel বানান: আপনি ইনস্টাগ্রাম রিল বা শর্ট ভিডিওর সাহায্যে ভাল আয় করতে পারেন। আসলে আপনার অ্যাকাউন্টে যদি প্রচুর ফলোয়ার্স থাকে এবং তার জনপ্রিয়তাও বেশি হয়, তাহলে রিল ভিডিওর ভিউজকে কাজে লাগিয়ে আপনি মোটা টাকা উপার্জন করতে পারবেন। এখন প্রচুর ইনস্টাগ্রাম ইউজার এভাবে ৫০-৬০ হাজার টাকা কিংবা তারও বেশি আয় করছেন।
২. Instagram-এ পোস্ট করুন: ইনস্টাগ্রামে সাধারণ পোস্ট করেও আপনার পকেটে টাকা আসতে পারে। এক্ষেত্রেও শর্ত একটাই – আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে জনপ্রিয় হতে হবে।
৩. বিজ্ঞাপন: জনপ্রিয় অ্যাকাউন্ট ইনস্টাগ্রামগুলি বিজ্ঞাপনের মাধ্যমে সংস্থার থেকে সরাসরি টাকা পেয়ে থাকেন। অ্যাকাউন্ট যত বেশি জনপ্রিয় হবে, তত বেশি সেটি বিজ্ঞাপন পাবে; আর তাতে আয় করাও সহজ হয়ে যাবে।
অতএব শুধু ইনস্টাগ্রামে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো নয়, বরঞ্চ চেষ্টা করুন কিভাবে নিজের অ্যাকাউন্টটিকে আকর্ষণীয় করে তুলবেন এবং জনপ্রিয়তা বাড়াবেন। মনে রাখবেন, এতেই কিন্তু আপনার রোজগারের পথ প্রশস্ত হয়ে যাবে।