এবার WWE ম্যাচ দেখা যাবে Netflix অ্যাপে, বড় ধাক্কা খেল Disney+Hotstar ও JioCinema

Sony এর থেকে WWE মিডিয়া রাইটস কিনতে চলেছে Netflix। এই চুক্তি সম্পন্ন হলে ভারতে নেটফ্লিক্স মারফত দেখা যাবে ডাব্লিউডাব্লিউই রেসলিং ম্যাচ। জানা গিয়েছে, 10 বছরের চুক্তি করতে চলেছে নেটফ্লিক্স।

Suvrodeep Chakraborty 24 Dec 2024 1:49 PM IST

Sony Pictures Network India- এর থেকে WWE মিডিয়া রাইটস কিনতে চলেছে Netflix। এর জন্য 10 বছরের চুক্তি করবে সংস্থাটি। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, এটি 5 বিলিয়ন ডলারের একটি বৈশ্বিক চুক্তি হতে চলেছে। WWE এর অভিভাবক সংস্থা TKO Group Holdings- এর সঙ্গে এই চুক্তি করেছে নেটফ্লিক্স।

স্পোর্টস বিনোদনে প্রবেশ করল Netflix

2025 সালে এই ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে স্পোর্টস বিনোদনও সম্প্রচার করা হবে। ইতিমধ্যে মার্কিন সংস্থা NFL- এর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। যদিও ভারতে সবথেকে বেশি দেখা হয় যে খেলা, ক্রিকেট ম্যাচ আপাতত স্ট্রিমিং করে না নেটফ্লিক্স। সংস্থার তরফে নিশ্চিত করা হয়েছে যে, 2025 সাল থেকে প্ল্যাটফর্মে WWE ম্যাচ উপভোগ করতে পারবেন দর্শকরা। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি সোনি।

শীঘ্রই Sony Pictures Network India - এর সঙ্গে WWE এর পাঁচ বছরের চুক্তি শেষ হতে চলেছে। এই চুক্তির ভ্যালু ছিল 180-210 মিলিয়ন ডলার। এটি স্বাক্ষরিত করা হয়েছিল 2020 সালে। নতুন করে মিডিয়া রাইটস কেনার বিষয়ে সোনি আগ্রহ প্রকাশ করলেও, ইতিমধ্যে চুক্তিটি নিশ্চিত করেছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের এই পদক্ষেপের ফলে বড় ধাক্কা খেতে পারে Disney+Hotstar এবং JioCinema। দুই সংস্থার কাছে বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) এবং ICC টুর্নামেন্টগুলির ব্রডকাস্টিং রাইটস রয়েছে। তবে ভারতীয় দর্শকদের কাছে WWE এর জনপ্রিয়তা কোনও অংশে কম নয়। প্রায় দু’দশক ধরে ভারতীয় দর্শকদের মনোরঞ্জন করে আসছে WWE।

মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, 2025 সাল থেকে ভারত, ব্রিটেন, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ আমেরিকায় WWE এর এক্সক্লুসিভ শো যেমন - RAW, SmackDown এবং NXT ম্যাচগুলি সম্প্রচার করবে নেটফ্লিক্স।

Show Full Article
Next Story