- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- WhatsApp ব্যবহারকারীরা সাবধান, ভুলেও এই...
WhatsApp ব্যবহারকারীরা সাবধান, ভুলেও এই নম্বর ডায়াল করলে হ্যাক হবে অ্যাকাউন্ট
WhatsApp-এর বিপুল জনপ্রিয়তার কারণে এখন স্ক্যামাররা এটিকে জালিয়াতির একটি মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে। ভুয়ো মেসেজ পাঠিয়ে...WhatsApp-এর বিপুল জনপ্রিয়তার কারণে এখন স্ক্যামাররা এটিকে জালিয়াতির একটি মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে। ভুয়ো মেসেজ পাঠিয়ে এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির ইউজারদের ডেটা তথা টাকা চুরির চেষ্টা চলছে – এমন খবর আকছারই আমাদের সামনে আসছে। তবে সম্প্রতি WhatsApp সংক্রান্ত এমন একটি স্ক্যামের কথা প্রকাশ্যে এসেছে, যার কথা জানার পর হয়ত আপনি বেশ খানিকটা অস্বস্তিতে পড়তে পারেন। আসলে এই জালিয়াতির ঘটনায় ইউজাররা WhatsApp অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলছেন বলে অভিযোগ উঠেছে! আসুন বিষয়টি ভালো করে জেনে নিই।
এইভাবে WhatsApp ইউজারদের বোকা বানাচ্ছে স্ক্যামাররা
রিপোর্ট অনুযায়ী, এই নতুন হোয়াটসঅ্যাপ কেলেঙ্কারিতে প্রথমে ইউজারকে একটি অজানা নম্বর থেকে কল করা হয়। এক্ষেত্রে কলকারী অর্থাৎ অপর প্রান্তে থাকা মানুষটি নিজেকে ব্রডব্যান্ড, কেবল মেকানিক বা ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দেয়। কখনো কখনো এই ধরণের স্ক্যামার টেলিকম অপারেটরের প্রতিনিধির নাম করেও ফোন করে। যাইহোক, ফোন কল করার পর তারা ইউজারকে বলে যে, তাঁর কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সমস্যা এড়াতে তিনি যেন একটি নম্বর ডায়াল করেন। অনেক সময় রিকোয়েস্ট ফরোয়ার্ড করার জন্যও নির্দিষ্ট নম্বর ডায়াল করতে বলা হয়।
উল্লেখ্য, এই স্ক্যামে ইউজারদের ৪০১* কোডের সাথে একটি মোবাইল নম্বর ডায়াল করার পরামর্শ দেওয়া হয়। আর কেউ অসাবধানতাবশত এই নম্বরে ডায়াল করলেই ব্যস! কিছুক্ষণের মধ্যেই তিনি নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলেন। আসলে ৪০১* কোডের পরে আপনি যে নম্বরই ডায়াল করেননা কেন, পরবর্তী সময়ে আপনার সমস্ত কল সেই নম্বরে ট্রান্সফার হয়ে যায়। সোজা কথায় বললে, এটি একটি কল ডাইভার্টের কোড যাকে হাতিয়ার করে স্ক্যামাররা আপনার ফোন কলের নিয়ন্ত্রণ নিজের মুঠোয় আনে এবং নতুন ওটিপি জেনারেট করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করে। এই সময়ে, প্রতারকরা ইউজারদের কন্ট্যাক্টগুলির কাছ থেকে দাবি করে মোটা টাকাও।
এক্ষেত্রে স্ক্যামাররা অ্যাকাউন্টের সাথে টু-ফ্যাক্টর অথেন্টিকেশনও সেট আপ করে যে কারণে ভিকটিম চাইলেও সাথে সাথে নিজের অ্যাকাউন্টটির অ্যাক্সেস পাননা। এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিস্থিতিতে কী করণীয়? এর উত্তরে বলি, কোনভাবে এই স্ক্যামের শিকার হলে ইউজাররা হোয়াটসঅ্যাপ কোম্পানিকে মেইল করে অ্যাকাউন্ট অ্যাক্সেস সম্পর্কে অভিযোগ করতে পারেন।