ONDC: Swiggy, Zomato-কে ভুলে যান, এই সরকারি প্ল্যাটফর্মে দারুণ সস্তায় অর্ডার করা যাবে খাবার

আজকালকার সময়ে দেশের অধিকাংশ শহরের মানুষের মধ্যেই অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা বেড়েছে; কারণ বাড়ি-অফিস, হস্টেল-মেসের মত যেকোনো জায়গায় পছন্দের খাবার কম সময়ের মধ্যে এবং…

আজকালকার সময়ে দেশের অধিকাংশ শহরের মানুষের মধ্যেই অনলাইনে খাবার অর্ডার করার প্রবণতা বেড়েছে; কারণ বাড়ি-অফিস, হস্টেল-মেসের মত যেকোনো জায়গায় পছন্দের খাবার কম সময়ের মধ্যে এবং বিনা পরিশ্রমে হাতের নাগালে পেতে এই পরিষেবাটির জুড়ি মেলা ভার। আর এই একই কারণে এখন বেশিরভাগ স্মার্টফোনে পাকাপাকি জায়গা করে নিয়েছে Swiggy, Zomato-র মত অ্যাপ। কিন্তু এই ধরণের ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলি সাধারণত এত বেশি পরিমাণ ট্যাক্স, ডেলিভারি চার্জ এবং কমিশন নেয়, যার ফলে অর্ডারের জন্য অনেক টাকা খরচ হয়ে যায়। নিঃসন্দেহে এটি একটি বড় সমস্যা! তবে এবার এই সমস্যা মিটতে চলেছে বলেই মনে হচ্ছে, কারণ এর জন্য মাঠে খোদ নেমেছে ভারত সরকার। আসলে নাগরিকদের সস্তায় কেনাকাটার সুবিধা দিতে, ভারত সরকার কিছু সময় আগে ONDC (ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স) নামক প্ল্যাটফর্ম তৈরি করেছে৷ এই প্ল্যাটফর্মটিই বিভিন্ন রেস্তোরাঁ বা রেস্টুরেন্টগুলিকে Swiggy, Zomato ইত্যাদি মধ্যস্বত্বভোগীর সাহায্য ছাড়াই তাদের খাবার সরাসরি বিক্রি করার সুবিধা দেবে।

ONDC কী?

ওএনডিসি আদতে এমন একটি প্ল্যাটফর্ম যা বিভিন্ন ব্যবসায়ীকে তাদের পরিষেবা বা প্রোডাক্ট সরাসরি বিক্রি করার সুযোগ দেয়; এটি শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশন নয়। প্রসঙ্গত উল্লেখ্য, এই ওএনডিসি প্ল্যাটফর্মটিকে গতবছর মানে ২০২২ সালের সেপ্টেম্বরে চালু করা হয় এবং এটি এখন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এক্ষেত্রে এটি বর্তমানে রোজ ১০ হাজারেরও বেশি অর্ডার সরবরাহ করছে বলে জানা গেছে। সম্প্রতি বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় ওএনডিসির স্ক্রিনশট পোস্ট করেছে যাতে দেখা গেছে, প্ল্যাটফর্মটি সুইগি এবং জোমাটোর থেকে সস্তায় খাবার অর্ডারের সুযোগ দিচ্ছে।

ONDC কী দেশের সব শহরে পরিষেবা দেয়?

যেহেতু ওএনডিসি প্ল্যাটফর্মটি নতুন (পড়ুন প্রাথমিক পর্যায়ে রয়েছে), তাই এটি সমস্ত শহরে লাইভ নয় এবং সমস্ত রেস্টুরেন্টের পরিষেবা এতে উপলব্ধ নয়৷ এটি সর্বপ্রথম বেঙ্গালুরুতে চালু হয়েছিল, আর এখনও পর্যন্ত মূলত ওই শহরেই এটি উপলব্ধ। তবে আপনি চাইলে আপনার এলাকাতেও এর পরিষেবা উপভোগ করতে পারবেন। কারণ পেটিএম (Paytm) অ্যাপের মাধ্যমে এটি অ্যাক্সেস করা যায়, তবে তার জন্য আপনার এলাকার রেস্তোরাঁগুলিকে এর সাথে সংযুক্ত থাকতে হবে।

কীভাবে ONDC ব্যবহার করবেন?

আপনি যদি বেঙ্গালুরুর বাসিন্দা না হন, তাহলে পেটিএম অ্যাপ খুলে সার্চ বারে ‘ONDC’ লিখে টাইপ করুন বা হোম স্ক্রিনের একেবারে নীচে স্ক্রল করুন। এখানে আপনি ওএনডিসি স্টোর দেখতে পাবেন এবং সেখানে গ্রোসারি আইটেম থেকে শুরু করে খাবারের দোকান পর্যন্ত বিভিন্ন বিকল্পগুলি অ্যাক্সেস করা যাবে। স্ক্রিন থেকে এবার নির্দিষ্ট ওএনডিসি ফুড অপশন ব্যবহার করে পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন