নিঃশব্দে কল রেকর্ডের সুবিধা, কেবল এই তিনটি ব্র্যান্ডের স্মার্টফোনে কাজ করবে নতুন অ্যাপ

অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারা তাদের ডিভাইসগুলিকে নিজস্ব ডিফল্ট ডায়ালার অ্যাপ্লিকেশনের সাথেই বাজারে আনে। কিন্তু ইদানিং কিছু কারণে, বেশিরভাগ বড় ব্র্যান্ডগুলি তাদের ফোনগুলিতে গুগল ফোন (Google Phone)…

অ্যান্ড্রয়েড স্মার্টফোন নির্মাতারা তাদের ডিভাইসগুলিকে নিজস্ব ডিফল্ট ডায়ালার অ্যাপ্লিকেশনের সাথেই বাজারে আনে। কিন্তু ইদানিং কিছু কারণে, বেশিরভাগ বড় ব্র্যান্ডগুলি তাদের ফোনগুলিতে গুগল ফোন (Google Phone) অ্যাপটি ডিফল্ট ডায়ালার হিসাবে ব্যবহার করতে শুরু করেছে। ওপ্পো (Oppo)-ও এই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে এখন মনে করা হচ্ছে এই পরিস্থিতির পরিবর্তন হতে চলেছে, কারণ ব্র্যান্ডটি তাদের ফোনগুলির জন্য একটি নতুন কালারওএস (ColorOS) ডায়ালার প্রকাশ করেছে৷ এই অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোর (Google Play Store)-এ তালিকাভুক্ত রয়েছে। যা ওয়ানপ্লাস (OnePlus) ও রিয়েলমি (Realme)-এর স্মার্টফোনেও ডাউনলোড করা যাবে। আসুন অ্যাপটির বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Oppo প্রকাশ করেছে তাদের নিজস্ব ColorOS দ্বারা ডেভেলপ করা ODialer অ্যাপ

গুগল প্লে স্টোরে একটি নতুন ডায়ালার অ্যাপ তালিকাভুক্ত হয়েছে, যার নাম ওডায়ালার (ODialer)। অ্যাপটির ডেভলপার হল কালারওএস (ColorOS), যা নির্দেশ করে, অ্যাপটির নির্মাণে ওপ্পোর ভূমিকা রয়েছে। এই অ্যাপ্লিকেশনটি শুধুমাত্র ওপ্পো, ওয়ানপ্লাস এবং রিয়েলমি স্মার্টফোনের সাথে কম্প্যাটিবল, অন্য কোনও ব্র্যান্ডের ফোনে এটি ডাউনলোড করা যাবে না। এছাড়াও, এটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ১২ বা তার ওপরের ভার্সনে চালিত ডিভাইসগুলিতে ইনস্টল করা যাবে।

প্রসঙ্গত, অ্যাপটির ‘অ্যাবাউট’ বিভাগে বলা হয়েছে যে, এতে একটি কল ম্যানেজমেন্ট ফিচার রয়েছে, যা ব্যবহারকারীদের সুবিধার জন্য সাম্প্রতিক কলগুলি গ্রুপে সংগঠিত করে। আবার, এটি কোনও ঘোষণা ছাড়াই কল রেকর্ডিং সাপোর্ট করে, যার অর্থ কলে থাকা অন্য ব্যক্তি জানতে পারবেন না যে, কলটি রেকর্ড করা হচ্ছে।

এছাড়াও, অ্যাপটির ইউজার ইন্টারফেস দেখতে পরিষ্কার এবং ব্যবহার করা সহজ। এটি ব্যবহারকারীদের সহজেই তাদের কনট্যাক্টস এবং সাম্প্রতিক কলগুলি অ্যাক্সেস করতে দেয়। আর, দ্রুত একটি নম্বরে কল করার জন্য স্পিড ডায়াল ফিচারটিও বর্তমান। ওপ্পোর ওডায়ালার ডার্ক মোডও সাপোর্ট করে।

উল্লেখ্য, রিভিউ এবং ডাউনলোডের সংখ্যা থেকে বিচার করে, অ্যাপটি নতুন প্রকাশিত হয়েছে বলে মনে হচ্ছে, তাই এতে প্রচুর বাগ থাকারও সম্ভাবনা রয়েছে। যেমন, একজন ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন যে, পাওয়ার বাটন না প্রেস করলে তার ফোনের স্ক্রিনে ইনকামিং কলগুলি প্রদর্শিত হয় না। আরেক ব্যক্তি অভিযোগ জানিয়েছেন যে, ওডায়ালার-এর হোল্ড ফিচারটি কাজ করছে না।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন