- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- ওটিটিপ্লে-র সাথে চুক্তি জিও সিনেমার, শো...
ওটিটিপ্লে-র সাথে চুক্তি জিও সিনেমার, শো ও সিনেমা দেখার অভিজ্ঞতা বদলাবে দর্শকদের
OTTPlay Jio Cinema Partnership - আজ ওটিটিপ্লে ও জিও সিনেমার মধ্যে চুক্তি হয়েছে। এরফলে ওটিটিপ্লে প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা বিগ বস, গেম অফ থ্রোনসের মতো অতি জনপ্রিয় শো এবং বিভিন্ন ভারতীয় ভাষায় সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পাবেন।
একটি অ্যাপে একাধিক ওটিটি প্ল্যাটফর্ম দেখার সুবিধা দেওয়ার জন্য ভারতে ব্যাপক জনপ্রিয় ওটিটিপ্লে (OTTplay)। আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হয়না বলে লক্ষ লক্ষ ভারতীয় এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে। আর ওটিটিপ্লে প্রিমিয়াম অ্যাপ্লিকেশনে প্রচুর প্রিমিয়াম ফিচার পাওয়া যায় এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ব্যবহারকারীদের পছন্দের শো এবং সিনেমাগুলি সামনে হাজির করা হয়। এখন থেকে এই লাইভ শো বা সিনেমার একাধিক বিকল্প পাবেন ব্যবহারকারীরা। কারণ ওটিটিপ্লে অ্যাপে এবার জিও সিনেমার (Jio Cinema) প্রিমিয়াম কনটেন্ট দেখা যাবে।
আজ ওটিটিপ্লে ও জিও সিনেমার মধ্যে চুক্তি হয়েছে। এরফলে ওটিটিপ্লে প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা বিগ বস, গেম অফ থ্রোনসের মতো অতি জনপ্রিয় শো এবং বিভিন্ন ভারতীয় ভাষায় সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পাবেন। এই বিষয়ে ওটিটিপ্লে-র কর্মকর্তারা জানিয়েছে যে, 'জিও সিনেমার সাথে চুক্তি করতে আমরা খুশি। জিও সিনেমার বিভিন্ন ধরনের কনটেন্ট আমাদের প্ল্যাটফর্মের মান বাড়াবে।'
একথা বলার অপেক্ষা রাখে না যে, জিও সিনেমার সাথে চুক্তি করে ওটিটিপ্লে তাদের প্ল্যাটফর্মে কনটেন্টের পরিমাণ অনেকটাই বাড়িয়ে নিয়েছে। ইউজাররা এরফলে জিও সিনেমার নতুন নতুন কনটেন্ট দেখার সুযোগ পাবে। জিওসিনেমার প্রিমিয়াম কনটেন্ট প্রথমে ওটিটিপ্লের অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে দেখা যাবে। এর পরে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে, স্মার্ট টিভি এবং ল্যাপটপ ব্যবহারকারীরাও এই সুবিধা পাবে।
OTTPlay এর মাসিক সাবস্ক্রিপশন চার্জ কত টাকা
জিও সিনেমা যুক্ত হওয়ার পর ওটিটিপ্লে অ্যাপে ব্যবহারকারীরা এখন ৩৮টিরও বেশি ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট দেখতে পাবেন। একাধিক ভাষায় এবং ১৮টিরও বেশি বিভাগের কনটেন্ট দেখার সুবিধা দেওয়া হবে। আর এই সফ সুবিধা উপভোগ করার জন্য মাসে ১৪৯ টাকা খরচ করতে হবে
OTTPlay Jio Cinema Partnership - আজ ওটিটিপ্লে ও জিও সিনেমার মধ্যে চুক্তি হয়েছে। এরফলে ওটিটিপ্লে প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা বিগ বস, গেম অফ থ্রোনসের মতো অতি জনপ্রিয় শো এবং বিভিন্ন ভারতীয় ভাষায় সিনেমা এবং ওয়েব সিরিজ দেখতে পাবেন।