Twitter দিল শাস্তি, ভারতে বন্ধ হল পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট

ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়া এই অ্যাকাউন্ট ভিজিট করলে...
Julai Modal 1 Oct 2022 12:12 PM IST

ভারতে পাকিস্তান সরকারের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়া এই অ্যাকাউন্ট ভিজিট করলে সেখানে দেখাচ্ছে, 'আইনি দাবির প্রেক্ষিতে' এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, আইনি দাবি বলতে ঠিক কি বোঝানো হয়েছে, তা অস্পষ্ট।

ANI এর টুইট

https://twitter.com/ANI/status/1576072615407812608

জানিয়ে রাখি, Twitter প্রতিটি দেশের স্থানীয় আইন মেনে চলে। কোনো অ্যাকাউন্ট যদি সেই আইন না মেনে থাকে তাহলে তারা তা ব্যান করতে পারে। এছাড়া দেশের সংবিধানের পরিপন্থী এমন কিছু কোনো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হলে, তা ডিলিট করে দিতে পারে মাইক্রো ব্লগিং সাইটটি।

যদিও ভারত সরকার নাকি পাকিস্তান সরকার টুইটার‌ কে অ্যাকাউন্ট বন্ধ করার আদেশ দিয়েছে তা এখনও জানা যায়নি। টুইটারের তরফেও স্পষ্ট করে কিছু বলা হয়নি।

তবে তাদের একজন মুখপাত্র ইকোনমিক টাইমস কে জানিয়েছেন "আমাদের পরিষেবাগুলি সর্বত্র মানুষের কাছে উপলব্ধ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাই সময়ে সময়ে আমরা প্ল‌্যাটফর্মের নিয়মে নানা পরিবর্তন আনছি। কোনো কনটেন্ট যদি কোনো দেশে বৈধ না হয়, অর্থাৎ সে দেশের স্থানীয় আইন না মানে এবং সেগুলি সরিয়ে ফেলার জন্য অনুরোধ আসে, তাহলে আমরা ওই কনটেন্ট সরিয়ে দেবো।"

Show Full Article
Next Story