Google Play Store কে টেক্কা দিতে দেশীয় Indus অ্যাপ স্টোর লঞ্চ করল PhonePe

বর্তমানে বেশির ভাগ স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীই বিভিন্ন লেনদেনের জন্য PhonePe অ্যাপটি ব্যবহার করে থাকেন।...
techgup 26 Sept 2023 6:37 PM IST

বর্তমানে বেশির ভাগ স্মার্টফোন (Smartphone) ব্যবহারকারীই বিভিন্ন লেনদেনের জন্য PhonePe অ্যাপটি ব্যবহার করে থাকেন। ইতিমধ্যেই প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয়। গত মাসে এতে শেয়ার মার্কেটের সুবিধা যুক্ত করা হয়, যার মাধ্যমে ব্যবহারকারীরা ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে পারবেন, পাশাপাশি স্টক, মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ-এ বিনিয়োগও করতে পারবেন। এখন আবার PhonePe লঞ্চ করল Indus নামের একটি দেশীয় অ্যাপ স্টোর। মনে করা হচ্ছে এটি Google Play Store-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিলিং সিস্টেম নিয়ে গুগল অ্যাপ স্টোরের সাথে অ্যাপ ডেভেলপারদের মধ্যে বিরোধ চলছে। আর এমন পরিস্থিতিতে একটি ফ্রি অ্যাপ স্টোর নিয়ে হাজির হয়েছে PhonePe। অর্থাৎ এই অ্যাপ স্টোর ব্যবহার করার জন্য অ্যাপ ডেভলপারদের কোন চার্জ দিতে হবে না। এছাড়াও, ভারতীয় ব্যবহারকারীরা নিজের স্থানীয় ভাষায় এই অ্যাপ স্টোরটির সকল পরিষেবা উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, Indus অ্যাপ স্টোরে ব্যবহারকারীরা মোট ১২ টি ভারতীয় ভাষার সাপোর্ট সহ একটি ডেডিকেটেড কাস্টমার হেল্প টিমের সাহায্যও পাবে।

PhonePe-এর Indus App Store-এর ফিচার

Indus অ্যাপ স্টোরের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো, এটি ইন-অ্যাপ পারচেজে ডেভলপারদের কাছ থেকে কোনরকম চার্জ বা কমিশন নেবে না। যেখানে, গুগল প্লে স্টোর ডেভেলপারদের কাছ থেকে ১৫ থেকে ৩০ শতাংশ কমিশন নেয়। যদিও, PhonePe জানিয়েছে, তারা এক বছরের জন্য বিনামূল্যে এই অ্যাপ স্টোর ব্যবহার করার সুযোগ দেবে। তারপরে, সংস্থাটিকে একটি বার্ষিক চার্জ দিতে হবে।

PhonePe-এর মতে, Indus অ্যাপ স্টোর ভারতে অ্যাপ ডেভেলপারদের জন্য গুগল প্লে স্টোরের বিকল্প হয়ে উঠতে পারে। কারণ, তারা বিশ্বাস করে যে তাদের এই অ্যাপ স্টোর-এর লোকাল ফিচার এবং ডেভলপার সাপোর্ট বিশেষ করে স্টার্টআপ এবং নতুন অ্যাপ লঞ্চকারী ডেভলপারদের আকর্ষিত করবে।

Show Full Article
Next Story