Real Money Game: গেম খেলে আয় করা যাবে, গুগল প্লে স্টোরে পাওয়া যাবে একাধিক অ্যাপ

Google তাদের অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্ম Play Store -এ খুব শীঘ্রই আরও বেশি সংখ্যক রিয়েল-মানি গেম (Real Money Game)...
techgup 12 Jan 2024 9:38 PM IST

Google তাদের অ্যাপ ডাউনলোডিং প্ল্যাটফর্ম Play Store -এ খুব শীঘ্রই আরও বেশি সংখ্যক রিয়েল-মানি গেম (Real Money Game) তালিকাভুক্ত করার কথা জানিয়েছে। এক্ষেত্রে উক্ত টেক জায়ান্টটির বিবৃতি অনুসারে, প্লে স্টোরে Real Money Game সমর্থন করবে এমন একটি প্রোগ্রাম ২০২৪ সালের জুন মাস থেকে ভারত, ব্রাজিল এবং মেক্সিকোতে লাইভ করা হবে। তবে ভবিষ্যতে আরও বেশকয়েকটি দেশে এই প্রোগ্রাম চালু করার পরিকল্পনা করেছে বলেও জানিয়েছে গুগল। যদিও নির্দিষ্টভাবে কোনো টাইমলাইন এখনো শেয়ার করা হয়নি। উপরন্তু জানা যাচ্ছে গুগল, সাবস্ক্রিপশন এবং রিয়েল মানি গেমের জন্য ইন-অ্যাপ পারচেজের (কেনাকাটা) ক্ষেত্রে সার্ভিস ফি মডেল রোলআউট করারও পরিকল্পনা করছে। তবে সার্ভিস ফি কত রাখা হবে সেই তথ্য এখনো সামনে আনা হয়নি। একইভাবে, Real Money Game অ্যাপ্লিকেশনগুলির রাজস্বে গুগল ভাগ বসাবে কিনা বা এই সংক্রান্ত নয়া প্রোগ্রামের অধীনে কোনও নীতি সংযুক্ত করা হবে কিনা সেই তথ্যও প্রকাশ্যে নিয়ে আসা হয়নি।

Real Money Game আসলে কী

আপনাদের মধ্যেই অনেকেই হয়তো রিয়েল-মানি গেমিং কী বা এইধরণের অ্যাপ কিরকম সুবিধা অফার করে তা জানেন না। এক্ষেত্রে জানিয়ে রাখি, এরূপ অ্যাপগুলি নির্দিষ্ট কয়েকটি বিষয়কে কেন্দ্র করে বাজি ধরতে এবং জয়ী হলে নগদ টাকা দেয়। কিছু এমনও রিয়েল-মানি গেমিং অ্যাপ আছে যেগুলির মেনু সেকশনে - অনলাইন ক্যাসিনো গেম, লটারি, স্পোর্টস বেটিং এবং ডেইলি ফ্যান্টাসি স্পোর্টস খেলার সুবিধা প্রদান করা হয়। ফলে এইধরণের গেম যারা খেলে তাদের মধ্যে আসক্তি ধরার একটা প্রবণতা তৈরী হতে পারে। যেকারণে অ্যাপ ডেভলপাররা আগেভাগেই ডিসক্লেইমার দিয়ে দেয়। এমনকি এই একই কারণে ভারত সরকারও রিয়েল-মানি গেমগুলির জন্য বেশ কয়েকটি বিধিনিশেষ নিয়ে এসেছে। গুগল জানিয়েছে, ভারত সরকার প্রদত্ত নিয়মগুলি মেনে নিয়েই তারা প্লে স্টোরে রিয়েল-মানি গেমিং অ্যাপগুলির সুবিধা দেবে।

রিপোর্ট অনুযায়ী, রিয়েল-মানি গেমগুলির ক্ষেত্রে গুগল সার্ভিস ফি নিয়ে আসতে পারে, যা গুগল প্লে স্টোরের বার্ষিকী আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই বিষয়ে গুগলের গ্লোবাল ট্রাস্ট এবং সেফটি পার্টনারশিপ বিভাগীয় ডিরেক্টর করণ গম্ভীর (Karan Gambhir) মন্তব্য করেছেন যে - “নয়া পলিসি আপডেটের সাথে, আমরা গুগল প্লে দ্বারা প্রদান করা ভ্যালু প্রতিফলিত করতে এবং একইসাথে অ্যান্ড্রয়েড ও প্লে ইকো-সিস্টেম টিকিয়ে রাখতে সহায়তা করার জন্য রিয়েল-মানি গেমগুলির জন্য সার্ভিস ফি মডেল নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।

গুগল ইতিমধ্যেই তাদের ভারতীয় প্লে স্টোরের মাধ্যমে Fantasy স্পোর্টস এবং Rummy অ্যাপের মতো Real Money Game অ্যাপ ব্যবহারের সুবিধা প্রদানের জন্য বিভিন্ন প্রকারের পরীক্ষা-নিরীক্ষা করছে। এক্ষেত্রে আগেই বলেছি, ভারতে Real Money Game নিয়ে একাধিক নিয়ম চালু করা হয়েছে। নাগাল্যান্ড, সিকিম এবং কেরালার মতো রাজ্যগুলিতে অনলাইন গ্যাম্বলিং অ্যাপগুলি অনুমোদিত, তবে কঠোরভাবে নিয়ন্ত্রিত। এই রাজ্যগুলি শুধুমাত্র স্কিল-বেসড গেম খেলার অনুমতি দেয়, যার জন্য লাইসেন্স থাকা আবশ্যক৷ বিপরীতে, তেলেঙ্গানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্য জুয়া খেলা যাবে এমন অ্যাপগুলি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। যদিও পশ্চিমবঙ্গে অনলাইন গ্যাম্বলিং অ্যাপের জন্য সেরকম কোনো আঁটোসাঁটো আইন নেই। অন্যদিকে গোয়া এধরণের গেমিং অ্যাপ বেআইনি বলেই বিবেচনা করে।

Show Full Article
Next Story