ফোন থেকে এক্ষুনি ডিলিট করুন এই চারটি বিপজ্জনক Apps, চুরি করছে ব্যাঙ্কের সমস্ত তথ্য

আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে সতর্ক হোন। কারণ সম্প্রতি এমন ৪টি অ্যান্ড্রয়েড অ্যাপ সনাক্ত করা গেছে,...
Julai Modal 24 Nov 2022 11:27 AM IST

আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে সতর্ক হোন। কারণ সম্প্রতি এমন ৪টি অ্যান্ড্রয়েড অ্যাপ সনাক্ত করা গেছে, যেখানে বিপজ্জনক ম্যালওয়্যারের উপস্থিতি খুঁজে পাওয়া গেছে। গুগল প্লে স্টোরের নিরাপত্তাকে ফাঁকি দিতে বিশেষ পারদর্শী এই ম্যালওয়্যার। ইতিমধ্যেই এগুলিকে Google Play Store থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। তবে এই অ্যাপগুলি অপসারণের আগে ১০ হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। ব্লিপিং কম্পিউটারের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই চারটি অ্যাপ ফাইল ক্লিনার হিসেবে উপস্থিত ছিল।

বিপজ্জনক এই চারটি অ্যাপ এক্ষুনি ডিলিট করুন

FileVoyager
X-File Manager
LiteCleaner M
PhoneAID, Cleaner, Booster 2.6

কেন এই অ্যাপগুলি বিপজ্জনক?

রিপোর্ট অনুযায়ী, এই চারটি অ্যাপ ডিভাইসে ব্যাঙ্কিং ট্রোজান ম্যালওয়্যার ইনস্টল করার কাজ করে। এই ব্যাঙ্কিং ট্রোজানকে বলা হয় হাঙ্গরবট।

হাঙ্গরবট কিভাবে কাজ করে

প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গরবট ম্যালওয়্যার স্পর্শকাতর ব্যাঙ্কিং তথ্য চুরি করে। এজন্য ব্যবহারকারীর কাছ থেকে ফোনের তথ্য সংগ্রহের অনুমতি নিতে হয় তাকে। ম্যালওয়্যারটি এরপর ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশনগুলির নিয়ন্ত্রণ নেয় এবং ব্যবহারকারীরা যখনই অ্যাপে সাইন ইন করে তখন ট্রোজান লগইন ডেটা চুরি করে।

Show Full Article
Next Story