Facebook, Instagram-এ শীঘ্রই আসছে নতুন ফিচার, একটি টেক্সটেই ইচ্ছেমতো এডিট হবে ছবি-ভিডিও!

TikTok-এর হাত ধরে শর্ট ভিডিও বানানোর যে ট্রেন্ড শুরু হয়েছিল, তা এখন ভারতসহ গোটা বিশ্বে সৃজনশীল কাজের (পড়ুন কন্টেন্ট...
Anwesha Nandi 18 Nov 2023 3:25 PM IST

TikTok-এর হাত ধরে শর্ট ভিডিও বানানোর যে ট্রেন্ড শুরু হয়েছিল, তা এখন ভারতসহ গোটা বিশ্বে সৃজনশীল কাজের (পড়ুন কন্টেন্ট ক্রিয়েটিংয়ের) এবং কিছু মানুষের কাছে উপার্জনের একটি বিকল্প হয়ে উঠেছে। Facebook, Instagram Reels-এ এখন মজে আছে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ। কিন্তু নেটদুনিয়ায় আকর্ষণ পেতে যেমন তেমন ভিডিও পোস্ট করলেই হয়না, সেটির বিষয়বস্তু, ভাব-ভঙ্গী, ব্যাকগ্রাউন্ড, ভালো মিউজিক ইত্যাদি নানা জিনিসের কথা খেয়াল রাখতে হয়। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তা হল এডিটিং (Editing) – এই ডিজিটাল বিশ্বে কোনো ভিডিওর এডিট ঠিকঠাক না হলে তার আবেদন বাড়ার সম্ভাবনা তেমন থাকেনা। সেক্ষেত্রে এই বিষয়টির কথা মাথায় রেখে বিশ্বব্যাপী কয়েক কোটি ইউজারের সুবিধার জন্য Facebook এবং Instagram-এ নতুন AI-ভিত্তিক ছবি-ভিডিও এডিটিং টুল চালু করার কথা বলেছে Meta। সংস্থার সিইও মার্ক জুকারবার্গ সম্প্রতি নিশ্চিত করেছেন যে, এই দুটি প্ল্যাটফর্মে খুব শীঘ্রই Emu নির্মিত দুটি নতুন ভিডিও এডিটের উপলব্ধ হবে।

Meta-র নতুন ফিচার, সোশ্যাল মিডিয়ায় ভিডিও এডিট করা হবে আরও সহজ

এক্ষেত্রে মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজারদের জন্য যে দুটি নতুন ভিডিও এডিটিং টুল আনতে চলেছে, সেগুলির নাম দেওয়া হয়েছে ইমু এডিট (Emu Edit) এবং ইমু ভিডিও (Emu Video) ফিচার। এর মধ্যে Emu Edit টুলটি টেক্সট ইনপুটের উপর ভিত্তি করে কোনো ছবি সঠিকভাবে এডিট করতে দেবে। সোজা কথায় বললে, আপনি নিজের ছবিতে কী ধরণের এডিট পরিবর্তন করতে চান, তার একটি বিবরণ আপনি টাইপ করতে পারেন এবং এডিটিং টুলটি সেই অনুযায়ী তার জাদু দেখাবে। যেমন, আপনি যদি ছবি-ভিডিওতে বিড়ালের চোখ ঝলমলে করে তুলতে চান তাহলে প্রম্পটে 'বিড়াল' শব্দটি লেখাই যথেষ্ট হবে। এক্ষেত্রে এআই টুলটি নিজেই বিড়ালটিকে চিহ্নিত করে প্রয়োজনমতো এডিট করে দেবে।

অন্যদিকে Emu Video নামক ফিচারটি যা ভিডিও তৈরি বা এডিটের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। এই ফিচারটির সাহায্যে টেক্সট প্রম্পট, রেফারেন্স ইমেজ এমনকি উভয়ের সংমিশ্রণ থেকে ভিডিও তৈরি করতে সক্ষম হবেন ইউজাররা। সোজা কথায় বললে, উল্লিখিত টুল এবং নিজের কল্পনাকে কাজে লাগিয়ে আপনি নিজের পোষা কুকুরকে পছন্দের গানে নাচানোর ভিডিও অবধি বানাতে পারবেন!

প্রসঙ্গত, এই এআই-চালিত ইমু এডিটিং টুলগুলি ঠিক কবে হাতের মুঠোয় আসবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছেনা। কারণ মেটা কোম্পানি এখনও এগুলি চালুর কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। যদিও খুব তাড়াতাড়িই অপেক্ষা শেষ হবে বলে ধরে নেওয়া যায়। জানিয়ে রাখি, এই দুটি ফিচারের পাশাপাশি ইনস্টাগ্রামে এআই চ্যাটবট তৈরির সুবিধাও লাইভ হবে বলে জল্পনা চলছে।

Show Full Article
Next Story