- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- বিশ্ব জুড়ে অচল Spotify, অ্যাপ খুললেই...
বিশ্ব জুড়ে অচল Spotify, অ্যাপ খুললেই আসছে ইন্টারনেট সংযোগ না থাকার মেসেজ
মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই (Spotify) সারা বিশ্বে অচল হয়ে পড়ল। লাখ লাখ ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন।...মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই (Spotify) সারা বিশ্বে অচল হয়ে পড়ল। লাখ লাখ ব্যবহারকারী তাদের সমস্যার কথা জানিয়েছেন। ডাউন ডিটেক্টরও ইতিমধ্যেই স্পটিফাই'র পরিষেবা বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। ব্যবহারকারীরা স্পটিফাই অ্যাপ এবং ওয়েবসাইট, উভয়েই সমস্যার সম্মুখীন হচ্ছেন। অ্যাপ খুললেই তারা 'ইন্টারনেট সংযোগ নেই' বলে মেসেজ পাচ্ছেন।
ডাউন ডিটেক্টর নিশ্চিত করেছে
ডাউন ডিটেক্টর সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৫টা ১০ মিনিট থেকে সমস্যা শুরু হয়। অ্যাপ এবং ওয়েবসাইট উভয়ের পরিষেবা বন্ধ হয়ে যায়। প্রায় ৬৪ শতাংশ অভিযোগ অ্যাপ নিয়ে করা হয়েছে।
কিছু Spotify ইউজার কালো স্ক্রিন দেখতে পাচ্ছেন
সোশ্যাল মিডিয়ায় অনেকেই স্পটিফাই এর ব্ল্যাক স্ক্রিন শেয়ার করেছে। অ্যাপ্লিকেশনটি খুললেই তারা এই সমস্যা পাচ্ছেন। এখন পর্যন্ত সমস্যার কারণ জানা যায়নি। তবে স্পটিফাই তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে সমস্যার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছেন, 'কিছু সমস্যা আছে এবং আমরা তদন্ত করে দেখছি। আপনাদের রিপোর্টের জন্য ধন্যবাদ।'
এই মুহূর্তে Spotify এর ৪৯৮ মিলিয়ন মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে। এদের মধ্যে কতজন সমস্যায় পড়েছেন তা যদিও সঠিকভাবে জানা যায়নি।