Telegram আনল একাধিক কার্যকরী ফিচার, ব্যবহারকারীরা পাবে কাস্টম ওয়ালপেপারের সুবিধা

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Telegram বন্ধু এবং পরিবারের সাথে ভার্চুয়ালি কথা বলার জন্য এখন এক জনপ্রিয় মাধ্যম।...
techgup 24 April 2023 2:32 PM IST

ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ Telegram বন্ধু এবং পরিবারের সাথে ভার্চুয়ালি কথা বলার জন্য এখন এক জনপ্রিয় মাধ্যম। ব্যবহারকারীদের দুর্দান্ত অভিজ্ঞতা প্রদান করতে এখানে মাঝেমধ্যেই বিভিন্ন ফিচার যুক্ত করা হয়। সম্প্রতি Telegram বেশ কয়েকটি নতুন কিছু ফিচার এনেছে। অ্যাপটিতে চ্যাট ফোল্ডার, কাস্টম ওয়ালপেপারের মতো নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে।

উল্লেখ্য, টেলিগ্রাম অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সমর্থন করে। এর অর্থ টেলিগ্রামে প্রেরিত একটি মেসেজ শুধুমাত্র প্রেরক এবং পাঠক ছাড়া কেউ দেখতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক টেলিগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য কি কি নতুন ফিচার আনলো।

Telegram এর নতুন ফিচার থেকে কি সুবিধা পাবেন

টেলিগ্রাম ব্যবহারকারীরা এখন একটি লিঙ্ক দিয়ে পুরো চ্যাট ফোল্ডার শেয়ার করতে সক্ষম হবেন, যার ফলে গ্রুপ বা নিউজ চ্যানেলগুলিকে কালেকশনে ইনভাইট করা সহজ হবে। আবার কাস্টম ওয়ালপেপারগুলি পছন্দসই ফটো এবং অনেক রঙের সংমিশ্রণে তৈরি করা যেতে পারে এবং যে কোনও চ্যাটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে।

এছাড়া গ্রুপের সদস্যরা এখন তাদের মেসেজ কোন সময়ে পড়া হয়েছে তা দেখতে পারবেন। এই নতুন ফিচারগুলি যে টেলিগ্রামকে ব্যবহারকারীদের কাছে আরও উপযোগী করে তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Show Full Article
Next Story