ফের Play Store-এ মিলল এক ডজনেরও বেশি বিপজ্জনক অ্যাপ, ফোনে থাকলে পড়বেন বড় বিপদে

স্মার্টফোন মানেই নানা ধরণের অ্যাপ্লিকেশনের সমাহার! অনলাইন শপিং, পেমেন্ট থেকে শুরু করে মেসেজিং, বিনোদন প্রভৃতি বিভিন্ন কাজের জন্য এখন আমরা ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করে…

স্মার্টফোন মানেই নানা ধরণের অ্যাপ্লিকেশনের সমাহার! অনলাইন শপিং, পেমেন্ট থেকে শুরু করে মেসেজিং, বিনোদন প্রভৃতি বিভিন্ন কাজের জন্য এখন আমরা ভিন্ন ভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকি। তবে মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়া জীবন যতই বেহাল হয়ে যাক না কেন, এগুলির সুবিধার সাথে সাথে রয়েছে নানারকম অসুবিধাও। যেমন এখন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে ভুয়ো বা ক্ষতিকারক অ্যাপের থেকে সতর্ক থাকার বিষয়টি বলতে গেলে জল-ভাত হয়ে দাঁড়িয়েছে; অ্যান্ড্রয়েড নির্মাতা Google, তার Google Play সিস্টেম মজবুত করলেও বা বারবার Play Store থেকে বিপজ্জনক অ্যাপগুলিকে চিহ্নিত করে রিমুভ করলেও অস্বস্তি এড়ানো যাচ্ছেনা। স্মার্টফোন ইউজারদের বোকা বানাতে প্রায়শই হাজির হচ্ছে কোনো না কোনো অ্যাপ। সেক্ষেত্রে সম্প্রতি সিকিউরিটি টিম McAfee আবারও Google Play Store-এ উপলব্ধ কিছু বিপজ্জনক অ্যাপকে চিহ্নিত করেছে। আর এগুলি ফোনে ইনস্টল থাকলে ইউজাররা অনলাইন হ্যাকিং বা ব্যাংক জালিয়াতির শিকার হতে পারেন বলে মনে করা হচ্ছে।

Android স্মার্টফোন ইউজারদের জন্য অত্যন্ত বিপজ্জনক এই অ্যাপগুলি

একটি-দুটি নয়, সম্প্রতি গুগল প্লে স্টোর প্ল্যাটফর্মে ১৩টি বিপজ্জনক অ্যাপের সন্ধান মিলেছে যাতে কিউআর (QR) কোড স্ক্যানার, ট্রাভেল টুলের মত অ্যাপের নাম অন্তর্ভুক্ত রয়েছে। ম্যাকাফির ব্লগ পোস্ট অনুযায়ী, ম্যালওয়্যার আকারে উপস্থিত এই অ্যাপগুলি অত্যন্ত বিপজ্জনক; এগুলি যেমন ইউজারের ডিভাইসের জন্য বড় চাপ (যেমন ফোনের ব্যাটারি এবং পারফরম্যান্সকে প্রভাবিত করা) সৃষ্টি করতে পারে, তেমনি আবার ডিভাইসের তথ্য ট্র্যাক বা অ্যাক্সেস করে অনলাইন হ্যাকিং বা ব্যাংক জালিয়াতির মত ঘটনাও ঘটাতে পারে। আপনাদের সাবধানতার জন্য নিচে এই অ্যাপগুলির নাম দেওয়া হল।

Google Play থেকে সরানো হয়েছে এই ক্ষতিকর অ্যাপগুলি

১. BusanBus,

২. Currency Converter,

৩. EzDica,

৪. EzNotes,

৫. Flashlight+ (com.dev.imagevault),

৬. FlashLight+ (kr. caramel.flash_plus),

৭. FlashLight+ (Kr.candlencom.candleprotest),

৮. High-Speed Camera,

৯. Instagram Profile Downloader,

১০. Joycode,

১১. K-Dictionary,

১২. Quick Note,

১৩. Smart Task Manager.

সেক্ষেত্রে আপনিও যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারী হন এবং এই ১৩টি অ্যাপের মধ্যে কোনো একটি আপনার ডিভাইসে উপস্থিত থাকে, তাহলে অতি শীঘ্রই এগুলিকে ডিলিট করা শ্রেয়।