TikTok-এর কোম্পানি লঞ্চ করল নতুন সার্চ ইঞ্জিন; Google-এর রাজপাট শেষ?

ভারতের বাজারে দু বছরেরও বেশি সময় আগে ব্যান হয়েছে TikTok (টিকটক)। তবে বিশ্বের অন্যান্য জায়গায় এই শর্ট ভিডিও মেকিং অ্যাপ...
Anwesha Nandi 26 Aug 2022 12:00 PM IST

ভারতের বাজারে দু বছরেরও বেশি সময় আগে ব্যান হয়েছে TikTok (টিকটক)। তবে বিশ্বের অন্যান্য জায়গায় এই শর্ট ভিডিও মেকিং অ্যাপ এবং আরো প্রোডাক্টের মাধ্যমে ব্যবসা করে চলেছে এর মালিক সংস্থা ByteDance (বাইটড্যান্স)। শুধু তাই নয়, সম্প্রতি এই চীন ভিত্তিক কোম্পানিটি এমন একটি পদক্ষেপ নিয়েছে যার জেরে টেক জায়ান্ট Google (গুগল) আগামীদিনে প্রভাবিত হতে পারে। আসলে ByteDance এবার গোপনে Wukong (উকং) নামে একটি সার্চ ইঞ্জিন চালু করেছে। সুবিধা বলতে, Google-এর পরিষেবা সাইবারস্পেসের যে সমস্ত জায়গায় বছরের পর ধরে উপলব্ধ নেই, সেখানেও এই নতুন সার্চ ইঞ্জিনটি কাজ করবে। তাছাড়া কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছে যে, এই নয়া সার্চ ইঞ্জিনে কোনো বিজ্ঞাপন দেখা যাবে না।

এর আগেও সার্চ ইঞ্জিন চালু করেছিল ByteDance

তিনবছর আগে অর্থাৎ ২০১৯ সাল থেকে বাইটড্যান্স নিজস্ব সার্চ ইঞ্জিন চালুর ওপর কাজ করেছে। আর এই পরিকল্পনার ফলশ্রুতি হিসেবে, নিজের দেশে টোটিয়াও সার্চ (Toutiao Search) নামে একটি প্রোডাক্ট অফারও করেছিল সংস্থা। তবে এবার বেইজিং ইনফিনিট ডাইমেনশন টেকনোলজি নতুন উকং সার্চ ইঞ্জিন চালু করেছে, যেখানে মাত্র কিছুদিন আগেই টেনসেন্ট (Tencent, ভারতে যারা আগে PUBG Mobile-এর পরিচালনা করত) তার গত বছর কেনা সার্চ অ্যাপ সোগৌ (Sogou) বন্ধ করে দিয়েছে। উল্লেখ্য, উকং সার্চ ইঞ্জিন অ্যাপটি বর্তমানে অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) এবং চীনের বিভিন্ন চীনা অ্যাপ স্টোরে ডাউনলোডের জন্য উপলব্ধ।

Google-এর সাথে প্রতিযোগিতা করবে Wukong?

উকং সার্চ ইঞ্জিন লঞ্চের সাথে সাথে বাইটড্যান্স, চীনের বাজারে আধিপত্য বিস্তারকারী ইন্টারনেট কোম্পানি বৈদু (Baidu)-এর সাথে সরাসরি প্রতিযোগিতা করবে। এর অন্যতম কারণ নতুন অ্যাপটিতে 'বিজ্ঞাপন-মুক্ত' এবং 'মানসম্পন্ন তথ্য' অফার করার কথা বলা হয়েছে, এদিকে বৈদুর কিছু সার্চ রেজাল্ট দীর্ঘদিন ধরে বিতর্কে রয়েছে৷ তবে এই বাইটড্যান্সের নন-পেইড সার্চ ইঞ্জিনটি গুগলের সাথে তেমন কোনো প্রতিযোগিতায় যাবে বলে মনে হচ্ছে না, কারণ শুরুতেই বলেছি যে বাজারে এটি চালু করা হয়েছে সেখানে গুগলের উপস্থিতি নেই।

TikTok-এর মতই জনপ্রিয় হবে Wukong?

এই মুহূর্তে Wukong ভারতে বা চীনের বাইরে অন্য কোথাও ব্যবহার করা যাবে বলে শোনা যায়নি। তবে একসময় TikTok-ও এভাবেই লঞ্চ হয়েছিল এবং ধীরে ধীরে ছোটো আকার থেকে এই ভিডিও অ্যাপটি একটি বিপ্লব এনেছে। তাই আগামীদিনে বাইটড্যান্সের এই সার্চ ইঞ্জিনও পরিষেবা বিস্তৃত করলেও আশ্চর্যের কিছু নেই।

Show Full Article
Next Story