Holi 2023: রঙের উৎসবের বিভিন্ন ছবি হবে আকর্ষণীয়, ব্যবহার করুন এই ফটো এডিটিং অ্যাপগুলি

হোলি মানেই চারদিকে রঙ, বিভিন্ন আনন্দের মুহূর্ত এবং অবশ্যই সেইসব রঙ-সময়কে ক্যামেরা বন্দি করা। বর্তমানে স্মার্টফোনগুলিতে উচ্চমানের ক্যামেরা লেন্স থাকায় বিভিন্ন ধরণের সুন্দর ছবি তোলা…

হোলি মানেই চারদিকে রঙ, বিভিন্ন আনন্দের মুহূর্ত এবং অবশ্যই সেইসব রঙ-সময়কে ক্যামেরা বন্দি করা। বর্তমানে স্মার্টফোনগুলিতে উচ্চমানের ক্যামেরা লেন্স থাকায় বিভিন্ন ধরণের সুন্দর ছবি তোলা খুব সহজ হয়ে গেছে; আর এই উৎসবের সময়েও সকলেই মুঠোফোনের মাধ্যমে ফটোগ্রাফি করছেন। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশই ফোনে ক্লিক করা ছবিটিকে আরও চিত্তাকর্ষক করে তোলার জন্য সেগুলিকে এডিট করার প্রয়োজন অনুভব করে থাকি এবং তাতে ফিল্টার, এনহ্যান্সমেট ইত্যাদি নানা কিছু অপশন প্রয়োগ করি। সেক্ষেত্রে আপনি যদি হোলির সময় বা স্মার্টফোনে ক্লিক করা অন্যান্য ফটোগুলিকে আরও সুন্দর করতে চান, তাহলে ফটো এডিটিং অ্যাপগুলি আপনার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। আসলে এখন এই ধরণের অ্যাপগুলির সাহায্যে ফটো কোয়ালিটি তো সেরা হয়ই, তাছাড়াও এগুলি খারাপভাবে ক্লিক করা ফটোগুলিকে এডিট করে দুর্দান্ত রূপ দিতে পারে। এখন আপনি বলবেন, হাজার রকম অ্যাপের মধ্যে থেকে ঠিক কোনটিকে বেছে নিলে ‘প্রো’ লেভেলের এডিট করা যাবে? উত্তরে আমরা বলব চিন্তার প্রয়োজন নেই, কারণ আপনার সুবিধার জন্য আজকের প্রতিবেদনে রইল কিছু সেরা ফটো এডিটিং অ্যাপের হদিশ।

এই চারটি এডিটিং অ্যাপ দিয়ে সুন্দর করে তুলুন আপনার ফোনে তোলা ছবি

১. Snapseed: এটি একটি ফটো এডিটিং অ্যাপ, যা বিনামূল্যে ডাউনলোড ও ব্যবহার করা যায়। গুগল প্লে স্টোরে এটিকে ‘এডিটর চয়েস’ ক্যাটেগরিতে রাখা হয়েছে। এই অ্যাপটিতে প্রচুর এডিটিং টুল এবং ফিল্টার পাওয়া যায়। এই অ্যাপটির ব্যবহারও খুবই সহজ। এর সাহায্যে যেকোনো ছবিকে আকর্ষণীয় করে তোলা যাবে।

২. Adobe Lightroom: এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ধরণের স্মার্টফোনেই সাপোর্ট করে; এটিও একটি ফ্রি ফটো এডিটিং অ্যাপ। এক্ষেত্রে ফিচার হিসেবে অ্যাপটিতে ক্রপ, রোটেট, এক্সপোজার, কন্ট্রাস্ট এবং হাইলাইটের মত অপশন পাওয়া যায়। এছাড়া এই ফটো এডিটিং অ্যাপের সাহায্যে ভালো মানের ছবিও তোলা যাবে।

৩. VSCO: এই বিনামূল্যের ফটো এডিটিং অ্যাপে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এডিটের পাশাপাশি ফিল্টার পাওয়া যায়। অন্যদিকে অ্যাপটিতে আশ্চর্যজনক এডিটিং সেটিংসও দেওয়া হয়েছে।

৪. Pixlr: তালিকার প্রথম তিনটি অ্যাপের মত এটিকেও সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যায়। এটি ক্রপিং, রোটেটিং, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন মত বিষয়গুলি এডিট করে ছবির মান উন্নত করে তোলার সুবিধা দেয়।