Apps: সবজি আনা থেকে লোকেশন ট্র্যাক, জীবন সহজ করে দেবে এই পাঁচটি অ্যাপ

আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের গুরুত্ব যতখানি, ঠিক তেমনি সেটিকে বিভিন্ন কাজের উপযোগী করে তোলার জন্য প্রয়োজন বিভিন্ন...
Anwesha Nandi 7 Dec 2022 11:54 AM IST

আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোনের গুরুত্ব যতখানি, ঠিক তেমনি সেটিকে বিভিন্ন কাজের উপযোগী করে তোলার জন্য প্রয়োজন বিভিন্ন ধরণের অ্যাপ্লিকেশন। সোজা কথায় বললে, স্মার্টফোনে নির্দিষ্ট অ্যাপ না থাকলে চ্যাটিং, অনলাইন শপিং, অনলাইন পেমেন্ট ইত্যাদি কাজ করা কার্যত সম্ভব নয়। আর এই প্রয়োজনের কারণেই এখন অধিকাংশই যথেচ্ছাচারে নানা অ্যাপ ডাউনলোড করে থাকেন। সেক্ষেত্রে আজ আমরা আপনাকে এমনই পাঁচটি সেরা ইউটিলিটি (পড়ুন গুরুত্বপূর্ণ) অ্যাপের কথা বলব যা সবার মুঠোফোনে থাকা আবশ্যক।

এই পাঁচটি অ্যাপ ফোনে অবশ্যই রাখুন

১. Paytm: আজকালকার সময়ে অনলাইন পেমেন্টের ব্যবহার খুবই বেশি। অনলাইন শপিং, টাকা ট্রান্সফার থেকে শুরু করে বাজারে সবজি কেনা বা অটো ভাড়া দেওয়া – যেকোনো ক্ষেত্রেই স্মার্টফোন ইউজাররা অনলাইন পেমেন্ট করছেন। সেক্ষেত্রে আপনি এই ধরণের কোনো অ্যাপ ব্যবহার করতে চাইলে পেটিএম (Paytm) ইনস্টল করে রাখতে পারেন; এই অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ থেকে সিলিন্ডার বুকিং পর্যন্ত অনেক কিছুই করা যায়।

২. Zepto: সাম্প্রতিক সময়ে এই অ্যাপটি বেশ জনপ্রিয় হয়েছে। এর মাধ্যমে সহজেই বাড়ির রেশন অর্ডার করা যায়, আর এটি দ্রুত ডেলিভারিও দেয়। তাই এই ধরণের সুবিধা পেতে আপনি জেপ্টো (Zepto) ব্যবহার করতে পারেন।

৩. Flo: এটি আদতে একটি হেল্থ ট্র্যাকিং অ্যাপ যা মাসিক ঋতুচক্র ট্র্যাকিং, সাইকেল প্রেডিকশন এবং এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেয়। শুধু তাই নয়, এর মাধ্যমে আপনি গর্ভাবস্থা, মাতৃত্বকালীন অবস্থা এবং মেনোপজ সম্পর্কেও তথ্য পেতে পারেন। এটি আইওএস (iOS) এবং অ্যান্ড্রয়েড উভয় প্ল্যাটফর্মের জন্যই উপলব্ধ।

৪. Find360: ফাইন্ড৩৬০ (Find360) একটি ফ্রি রিয়েল-টাইম লোকেশন ট্র্যাকার, এর মাধ্যমে আপনি সহজেই পরিবারের সদস্যদের অবস্থান ট্র্যাক করতে পারবেন।

৫. Uber: কোথাও যাওয়ার সময় নিজের গাড়ি না থাকলে বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে না চাইলে ক্যাবের ওপর নির্ভর করতে হয়। সেক্ষেত্রে আপনি এই সুবিধা উপভোগ করতে চাইলে উবের (Uber) অ্যাপটি ব্যবহার করতে পারেন। এটি অন্যান্য ক্যাব কোম্পানির তুলনায় কম চার্জ নেয় বলে অনেকে দাবি করেন।

Show Full Article
Next Story