Twitter এর সাবস্ক্রিপশন নেবেন ভাবছেন? ৯০০ টাকা বদলে কি কি পাবেন, আগের ব্লু টিকের কি হবে

দীর্ঘ প্রতীক্ষার পর আজ ভারতে চালু হল টুইটার ব্লু (Twitter Blue) সাবস্ক্রিপশন সার্ভিস। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত টুইটার...
techgup 9 Feb 2023 6:45 PM IST

দীর্ঘ প্রতীক্ষার পর আজ ভারতে চালু হল টুইটার ব্লু (Twitter Blue) সাবস্ক্রিপশন সার্ভিস। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত টুইটার ব্লু-র দাম নিয়ে টেকমহলে বিস্তর জল্পনাকল্পনা চলছিল। তবে সম্প্রতি সংস্থাটি ঘোষণা করেছে যে, এবার প্রতি মাসে ৯০০ টাকা খরচা করলেই ভারতীয় ইউজাররা এই সার্ভিস পেতে সক্ষম হবেন। তবে এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে, এটি একটি সীমিত সময়ের অফার। অর্থাৎ, আগামী দিনে এর দাম আরও বাড়ানো হতে পারে। জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড এবং আইওএস ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশনের মূল্য ৯০০ টাকা ধার্য করেছে Twitter। তবে ওয়েব ইউজারদের এই পরিষেবা পেতে হলে প্রতি মাসে ৬৫০ টাকা খরচ করতে হবে। উল্লেখ্য যে, এই সার্ভিসের দৌলতে বেশ কিছু এক্সট্রা ফিচারের অ্যাক্সেস পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা। আর আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদেরকে সেই ফিচারগুলির কথাই বিস্তারিতভাবে জানাতে চলেছি।

Twitter Blue সাবস্ক্রিপশন সার্ভিস ব্যবহার করলে এই ফিচারগুলির অ্যাক্সেস পাবেন ইউজাররা

Tweet এডিট করা যাবে

টুইটার ব্লু-এর সাহায্যে ব্যবহারকারীরা টুইট এডিট করার অপশন পাবেন। এর জন্য ৩০ মিনিটের সময়সীমা বরাদ্দ থাকবে। অর্থাৎ, ইউজাররা কোনো টুইট করার পর ৩০ মিনিটের মধ্যে সেটিকে এডিট করার সুযোগ পাবেন। তবে এডিট করার পর কিন্তু টুইটটিতে এডিট লেবেল অ্যাড হয়ে যাবে। এছাড়াও, এই ফিচারের মাধ্যমে ইউজাররা নিজেদের টুইট আপডেট করার পাশাপাশি সেটি কাউকে ট্যাগ করতে কিংবা সেটির সাথে মিডিয়া অ্যাট্যাচও করতে পারবেন।

ফোল্ডার বুকমার্ক করা যাবে

টুইটার ব্লু সাবস্ক্রিপশন নেওয়া থাকলে ইউজাররা কোনো বুকমার্ককে ফোল্ডারে সেভ করতে পারবেন। এর জন্য ব্যবহারকারীদের কাছে বুকমার্ক ফোল্ডার অপশনটি উপলব্ধ হবে। এর সাহায্যে ইউজাররা আনলিমিটেড বুকমার্ক বা বুকমার্ক ফোল্ডার তৈরি করতে পারবেন। উল্লেখ্য, এই ফিচারটির সহায়তায় নিজেদের টুইটগুলিকে খুব ভালোভাবে অর্গ্যানাইজ করতে পারবেন ব্যবহারকারীরা। সবচেয়ে বড়ো কথা হল, এর মাধ্যমে ইউজাররা মজার টুইটগুলিকে একটি পৃথক ফোল্ডারে এবং রাজনৈতিক বিষয় সংক্রান্ত টুইটগুলিকে অন্য একটি পৃথক ফোল্ডারে সেভ করার সুযোগ পাবেন৷

টপ আর্টিকেলস

ইউজারদের নেটওয়ার্কে সর্বাধিক শেয়ার করা আর্টিকেলগুলির একটি শর্টকাট হল টপ আর্টিকেলস। সহজে বললে, এই ফিচারের সাহায্যে সর্বাধিক শেয়ার করা আর্টিকেলগুলিকে স্বয়ংক্রিয়ভাবে তালিকাভুক্ত করা হবে। অর্থাৎ, উক্ত ফিচারটির দৌলতে সবচেয়ে জনপ্রিয় পোস্টগুলির খোঁজ এক নিমেষে পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।

আনডু টুইট

ব্লু সাবস্ক্রিপশনের মাধ্যমে আনডু টুইট অপশন পেতে সক্ষম হবেন ইউজাররা। এর দৌলতে অন্য ব্যবহারকারীদের কাছে কোনো টুইট ভিজিবল হওয়ার আগেই সেটিকে ডিলিট করে দেওয়া যাবে। এক্ষেত্রে বলে রাখি, কোনো টুইটে সর্বোচ্চ ৪,০০০ টি শব্দ ব্যবহার করা যেতে পারে।

এছাড়াও, ব্লু সাবক্রিপশন সার্ভিসের দৌলতে ইউজাররা ১০৮০পি বা ফুল এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড করতে পারবেন। এছাড়া, এই পরিষেবার সৌজন্যে সুদীর্ঘ ভিডিও পোস্ট করার বিকল্পও পাওয়া যাবে। আবার, ব্যবহারকারীরা প্রোফাইল ফটো সহ এনএফটি সেট করতে পারবেন। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে, আগামী দিনে এই সার্ভিসের দৌলতে ব্যবহারকারীরা অর্ধেকেরও কম বিজ্ঞাপন দেখতে পাবেন।

ব্লু টিকের জন্য টাকা খরচ করতে না চাইলে কী পরিণতি হবে?

বর্তমান সময়ে যে প্রশ্নটি অধিকাংশ মানুষের মনে ঘোরাফেরা করছে, সেটি হল - যাদের আগে থেকেই Twitter অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে, অর্থাৎ যারা সাবস্ক্রিপশন ছাড়াই ব্লু টিক নিয়েছেন, তাদেরকে আগামী দিনে কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে? সেক্ষেত্রে বলি, সংস্থার কর্ণধার ইলন মাস্ক ইতিমধ্যেই এ বিষয়ে সুস্পষ্ট তথ্য প্রদান করেছেন। তিনি জানিয়েছেন যে, Twitter Blue সার্ভিসের জন্য যারা নিজেদের গাঁটের কড়ি খসাবেন না, তাদের সবার Twitter অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে নেওয়া হবে। অর্থাৎ সহজে বললে, কেবলমাত্র সাবস্ক্রিপশন নিলে তবেই ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্টে ব্লু টিক পেতে সক্ষম হবেন।

Show Full Article
Next Story