Twitter Blue Charge: টুইটারের ব্লু টিক কেনার নতুন খরচ জানালো ইলন মাস্ক, সাধ্যের মধ্যে ভিআইপি

Twitter Paid Verification : গত সোমবার আমরা জানতে পেরেছিলাম যে টুইটারের (Twitter) নতুন কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)...
SUPARNA 2 Nov 2022 4:38 PM IST

Twitter Paid Verification : গত সোমবার আমরা জানতে পেরেছিলাম যে টুইটারের (Twitter) নতুন কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) 'টুইটার পেইড ভ্যারিফিকেশন' (Twitter Paid Verification) এবং 'ব্লু সাবস্ক্রিপশন' (Blue Subscription) -এর ক্ষেত্রে বড় ধরনের রদবদল আনতে চলেছে। এক্ষেত্রে, অ্যাকাউন্টের পাশে 'ব্লু টিক' চিহ্ন বজায় রাখার জন্য প্রতি মাসে ২০ ডলার (প্রায় ১,৬৪৭ টাকা) চার্জ করা হবে। যদিও তখন টুইটার-টিম বা ইলন মাস্ক এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি। তবে এখন আমেরিকার এই ব্যবসায়ী স্বয়ং টুইট করে জানিয়েছেন যে - অধিকাংশ ইউজার ব্লু সাবস্ক্রিপশন প্ল্যান অত্যন্ত ব্যয়বহুল বলে বিরোধিতা করায় এবং প্রত্যেকটি আঞ্চলের কথা মাথায় রেখে মাসিক চার্জ কমিয়ে ৮ ডলার (প্রায় ৬৬০ টাকা) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত ইলন মাস্ক তার টুইটে আরো বলেছেন যে - "ব্লু টিক প্ল্যানের জন্য টুইটারের বর্তমান সিস্টেমটি একদমই আদর্শ নয় এবং এটি পরিবর্তন করা প্রয়োজন।"

Twittter -এ পাওয়া যাবে অনেক নতুন ফিচার

টুইটার ব্লু টিক সাবস্ক্রিপশনের মাসিক চার্জ কমানোর পাশাপাশি, ইউজারদের জন্য বেশ কয়েকটি নতুন এবং উল্লেখযোগ্য ফিচার যুক্ত করার ঘোষণাও করেছেন ইলন মাস্ক। তার টুইট অনুযায়ী - ইউজাররা রিপ্লাই, মেনশন ও সার্চের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, যা স্প্যাম এবং স্ক্যাম প্রতিরোধের জন্য অপরিহার্য। একই সাথে, টুইটারে দীর্ঘ ভিডিও এবং অডিও পোস্ট করা যাবে। আর টুইটার ইউজাররা এখন আগের তুলনায় অনেক কম অ্যাভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন দেখতে পাবেন।

https://twitter.com/elonmusk/status/1587498907336118274

মাসিক ৮ ডলার Twitter Blue Subscription চার্জ পরিবর্তন করা হবে না

টুইটারে ভ্যারিফাইড অ্যাকাউন্টগুলির জন্য নির্ধারিত সাবস্ক্রিপশন চার্জ আর পরিবর্তন করা হবে না বলেই সাফ জানিয়ে দিয়েছেন ইলন মাস্ক। এক্ষেত্রে - "অভিযোগকারীরা হাজারো অভিযোগ করুন বা সাবস্ক্রিপশন চার্জ নিয়ে রসিকতা করুন, নামের পাশে ব্লু টিক রাখতে চাইলে প্রতি মাসে ৮ ডলার দিতে হবেই এবং এই সিদ্ধান্ত আর পরিবর্তন করা হবে না" বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন টুইটারের নতুন মালিক।

https://twitter.com/elonmusk/status/1587627120355934208

Twitter এর মালিকানা Elon Musk -এর হাতে আসার পর কর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাকরি-সংকট

ইলন মাস্ক, গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে টুইটার অধিগ্রহণ করেছেন। আর সংস্থা-প্রধান হওয়ার পর থেকেই তিনি আলোচ্য মাইক্রোব্লগিং সাইটটিকে উপার্জনের অন্যতম উৎস হিসাবে পুনর্গঠন করার পরিকল্পনা করছেন। এখনও পর্যন্ত, টুইটার তার বেশিরভাগ রেভেনিউ বিজ্ঞাপন থেকেই পেত, যেটিকে মাস্ক সাবস্ক্রিপশন ভিত্তিক প্ল্যানে রূপান্তর করতে চায়। আর এই উদ্দেশ্য পূরণের জন্য তার প্রথম পদক্ষেপ ছিল সিইও পরাগ আগরওয়াল, সিএফও নেড সেগাল এবং লিগ্যাল পলিসি ও ট্রাস্টের প্রধান বিজয় গাদ্দে সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরখাস্ত করা। পূর্ববর্তী প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, ইলন মাস্ক ৭৫% টুইটার কর্মীদের বরখাস্ত করার পরিকল্পনা করেছেন। এক্ষেত্রে এই ছাঁটাই প্রক্রিয়ায় সেই সকল কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হবে, যারা কোড বেসে খুব বেশি অবদান রাখেনি।

সর্বোপরি, টুইটারের ইঞ্জিনিয়ারদের পেইড ভেরিফিকেশন ফিচার চালু করার জন্য ৭ই নভেম্বর পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে। আর যারা সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে পারবেন না তাদের কোম্পানি থেকে অপসারিত করা হবে, এমন নির্দেশের কথাও সামনে এসেছে। ইলন মাস্ক টুইটারের মালিক হয়ে আসার পর থেকেই কোম্পানির কর্মীদের দিনরাত (১২ ঘন্টারও বেশি) এমনকি সপ্তাহান্তেও কাজ করার খবর আমাদের কানে এসেছে।

Show Full Article
Next Story