Twitter Blue Tick: বিরাট কোহলি থেকে শাহরুখ খান, সেলিব্রেটিদের ব্লু টিক কেন কেড়ে নেওয়া হল জেনে নিন

মাইক্রোব্লগিং সাইট Twitter প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan)...
Julai Modal 21 April 2023 2:19 PM IST

মাইক্রোব্লগিং সাইট Twitter প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং অভিনেতা শাহরুখ খানের (Shah Rukh Khan) মতো জনপ্রিয় সেলিব্রিটিদের অ্যাকাউন্ট থেকে ব্লু টিক সরিয়ে দিয়েছে। এই তালিকায় রয়েছেন ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা অক্ষয় কুমার, সুপারস্টার অমিতাভ বচ্চন এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ আরও অনেক পরিচিত ও জনপ্রিয় ব্যক্তিত্ব। আপনার মনে হতেই পারে যে Twitter এর কোনো সমস্যার কারণে এই অবস্থা হয়েছে। তবে জানিয়ে রাখি, এটি কোনো সমস্যা নয়। এখন থেকে টুইটার ব্লু সাবস্ক্রিপশন (Twitter Blue Subscription) না নিলে কোনো অ্যাকাউন্টে ব্লু টিক থাকবে না।

ইলন মাস্ক (Elon Musk) ৪৪ বিলিয়ন ডলার (প্রায় ৩,৩৬,৯১০ কোটি টাকা) খরচ করে টুইটার কেনার পর প্ল্যাটফর্মটিতে নানান পরিবর্তন এনেছেন। যার মধ্যে অন্যতম টুইটার ব্লু সাবস্ক্রিপশন। যারা এই পরিষেবা গ্রহণ করবেন তাদের টাইমলাইনে কম বিজ্ঞাপন, কথোপকথনে অগ্রাধিকার, বুকমার্ক ফোল্ডার এবং বেশি শব্দের টুইট করার সুবিধা মিলবে।

গত মাসেই টুইটার একটি টুইটে নিশ্চিত করেছিল যে, ১ এপ্রিল থেকে তারা লিগ্যাসি ভেরিফিকেশন প্রোগ্রাম এবং লিগ্যাসি ভেরিফিকেশন চেকমার্ক সরাতে শুরু করবে। কেবল সেই সমস্ত অ্যাকাউন্টের পাশে ব্লু চেকমার্ক থাকবে যারা টুইটার ব্লু পরিষেবা গ্রহণ। যেহেতু বেশির ভাগ সেলিব্রেটি এই পরিষেবা গ্রহণ করেননি, তাই তাদের অ্যাকাউন্টে নামের পাশে নীল রঙের টিক চিহ্ন নেই।

Twitter Blue Subscription-এর চার্জ কত টাকা নেওয়া হচ্ছে

টুইটার ব্লু সাবস্ক্রিপশন গ্রহণ করলে প্রতি মাসে ৮ ডলার দিতে হবে। এটি ওয়েবসাইটের জন্য। তবে অ্যাপ স্টোরের খরচের কারণে আইওএস ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সাইনআপ খরচ প্রতি মাসে ১১ ডলার পড়বে।

Show Full Article
Next Story