Twitter থেকে হবে মোটা টাকা আয়, Twitter Cashtags ফিচার সম্পর্কে আপনি জানেন কি?

আপনি যদি কেবল আপনার মতামত শেয়ার করার জন্য এবং অন্যের টুইট পড়ার জন্য মাইক্রোব্লগিং প্লাটফর্ম Twitter ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সুখবর। আসলে ট্রেডিং এবং…

আপনি যদি কেবল আপনার মতামত শেয়ার করার জন্য এবং অন্যের টুইট পড়ার জন্য মাইক্রোব্লগিং প্লাটফর্ম Twitter ব্যবহার করেন, তাহলে আপনার জন্য সুখবর। আসলে ট্রেডিং এবং বিনিয়োগকারীরা টুইটারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারেন। ইলন মাস্কের কোম্পানি বৃহস্পতিবার ট্রেডিং এবং ইনভেস্টিং প্ল্যাটফর্ম ইটোটোর (eToto) সাথে হাত মিলিয়েছে। এরফলে ইউজাররা মার্কেট চার্ট দেখতে পারবেন এবং সোশ্যাল ট্রেডিং সংস্থার অ্যাসেট বা স্টক বিক্রয় এবং ক্রয় করতে সক্ষম হবেন। Twitter Cashtags ফিচারটি এক্ষেত্রে সহায়ক বলে প্রমাণিত হতে পারে। 

সংস্থাটি জানিয়েছে, টুইটার ক্যাশট্যাগস এর মাধ্যমে এখন ট্রেডিং ডেটা পাওয়া যাবে। এই ফিচারের মাধ্যমে মাইক্রোব্লগিং প্লাটফর্মে অ্যাসেট সম্পর্কিত কনটেন্ট ডলার সাইন লাগিয়ে সার্চ করা যাবে। অর্থাৎ ব্যবহারকারীরা যেমন হ্যাশট্যাগ লাগিয়ে কিছু সার্চ করা যায়, তেমনি ক্যাশট্যাগও সহজেই সার্চ করা যাবে। আসুন টুইটার ক্যাশট্যাগস ফিচার কি এবং কীভাবে এই ফিচারটি ব্যবহার করা যায় তা জেনে নেওয়া যাক।

Twitter Cashtags কি

সংস্থার মতে, টুইটারে ক্যাশট্যাগ হ’ল “কোম্পানির টিকার প্রতীক এবং তার আগে একটি মার্কিন ডলার চিহ্ন” (উদাহরণস্বরূপ $TWTR) থাকবে। টুইটারের ওয়েবসাইটে বলা হয়েছে, ক্যাশট্যাগে ট্যাপ বা ক্লিক করার পর এর সঙ্গে সম্পর্কিত সব ডেটা, কনটেন্ট ও টুইট দেখা যাবে।

Cashtags কীভাবে ব্যবহার করা যায়

টুইটার বিজনেস হ্যান্ডেলের দেওয়া তথ্য অনুযায়ী, “আপনি যখন একটি বড় স্টক, ইটিএফ বা ক্রিপ্টোকারেন্সির আগে ডলার সাইন লিখে সার্চ করবেন (উদাহরণস্বরূপ $BTC), তখন এর রেট সহ সমস্ত কনটেন্ট দেখা যাবে। আপনি চাইলে সরাসরি সিম্বলও সার্চ করতে পারবেন।

eToro এর সাথে পার্টনারশিপ করার ফলে কি ফায়দা হবে

নয়া পার্টনারশিপের ফলে ইউজাররা টুইটারেই রিয়েল-টাইম ট্রেডিং ডেটা দেখতে পাবেন। এই ডেটা ট্রেডিং ভিউ প্ল্যাটফর্ম থেকে দেখানো হবে। আবার কোনো স্টক বা অ্যাসেটে সরাসরি বিনিয়োগ করা যাবে এবং ভালো রিটার্ন পেয়ে কোটি কোটি টাকা আয় করা যাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন