- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- বদলে যাচ্ছে WhatsApp এর ডিজাইন, কেমন...
বদলে যাচ্ছে WhatsApp এর ডিজাইন, কেমন দেখতে হবে চ্যাট অ্যাটাচমেন্ট মেনু? দেখে নিন
মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp, অ্যান্ড্রয়েড বিটা সংস্করণের জন্য একটি রি-ডিজাইন চ্যাট অ্যাটাচমেন্ট মেনুর...মেটা-মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp, অ্যান্ড্রয়েড বিটা সংস্করণের জন্য একটি রি-ডিজাইন চ্যাট অ্যাটাচমেন্ট মেনুর (chat attachment menu) উপর কাজ করছে। WABetaInfo প্রদত্ত রিপোর্ট অনুসারে, নতুনভাবে ডিজাইন করা চ্যাট অ্যাটাচমেন্ট মেনু পূর্বের থেকেও আরো ভাল 'ইউজার-ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স' অফার করবে। শুধু তাই নয়, এই নতুন ইন্টারফেস "ব্যবহারকারীদের জন্য আরও আধুনিক এবং স্বজ্ঞাত অভিজ্ঞতা" প্রদানে সক্ষম হবে বলেও দাবি করেছে উক্ত হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকিং সাইটটি। যাইহোক, আলোচ্য বৈশিষ্ট্যটি বর্তমানে বিকাশাধীন আছে এবং আসন্ন আপডেটে প্রত্যেক স্টেবল ব্যবহারকারীর জন্য আনুষ্ঠানিকভাবে রোলআউট করা হবে বলে। আপাতত রি-ডিজাইনড চ্যাট অ্যাটাচমেন্ট মেনুকে WhatsApp -এর অ্যান্ড্রয়েড ২.২৩.৬.১৭ (Android beta version 2.23.6.17) - বিটা ভার্সনে উপলব্ধ।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুর দিকে হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকিং সাইট WABetaInfo একটি রিপোর্ট প্রকাশ করে। যার মাধ্যমে আমরা খবর পেয়েছিলাম যে - জনপ্রিয় এই মেসেজিং প্ল্যাটফর্মটি iOS বিটা সংস্করণের জন্যও এরকমই একটি পুনঃডিজাইন করা চ্যাট অ্যাটাচমেন্ট মেনু নিয়ে আসার পরিকল্পনা করছে। অতএব, হোয়াটসঅ্যাপ তাদের উভয় প্ল্যাটফর্ম অর্থাৎ iOS ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য শীঘ্রই একটি ছিমছাম এবং 'ইজি-টু-ইউজ' চ্যাট মেনু অফার করতে চলেছে।
আপকামিং WhatsApp ফিচারসমূহ
হোয়াটসঅ্যাপ বর্তমানে তাদের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনের জন্য পর্যায়ক্রমে একটি নতুন ফিচার রোলআউট করছে। যেখানে গ্রুপ চ্যাটের মধ্যে প্রোফাইল আইকনগুলি প্রদর্শিত হবে। মূলত, প্রোফাইল আইকন দেখে গ্রুপ মেম্বারদের যাতে আরও ভালভাবে শনাক্ত করা যায় এবং অনুরূপ নামের কারণে কোনোভাবে বিভ্রান্তিতে না পরে পরিচিতদের সাথে স্বাচ্ছন্দ্যে কথোপকথন চালিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যেই ফিচারটি নিয়ে আসা হয়েছে।
যাইহোক, হোয়াটসঅ্যাপ ইতিমধ্যেই 'পোল' (Poll) বিকল্পকে আনুষ্ঠানিকভাবে রিলিজ করেছে। কিন্তু এখন এই ফিচারটিকে অল্প 'মডিফাই' করার পরিকল্পনা করছে হয়তো মেসেজিং প্ল্যাটফর্মটি। কেননা হালফিলে আমরা খবর পেয়েছি যে, পোল কম্পোজারের মধ্যে এমন একটি নতুন বিকল্প দেওয়া হবে, যা প্রেরককে শুধুমাত্র একটি অপশন চয়ন করতে দেবে। সোজা ভাষায় বললে, পোল ফিচারে বিকল্প চয়নের সুবিধা সীমাবদ্ধ করে দিচ্ছে হোয়াটসঅ্যাপ। এমনটা করার কারণ, একজন ব্যবহারকারী পোলে একাধিক বিকল্প নির্বাচন করলে তার মতামত সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না এবং "পুরো প্রক্রিয়ায় অস্পষ্টতা দেখা দেওয়ায় চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা কঠিন হতে পারে"। তাই পোল বা ভোটের ফলাফল আরো সুস্পষ্ট এবং নির্ভুল করে তোলার জন্য এই নতুন বৈশিষ্ট্যটি নিয়ে আসা হবে।