ভিডিও কলে জুড়ছে ফিল্টার, WhatsApp ব্যবহারকারীদের জন্য বদলে যাচ্ছে কলিংয়ের অভিজ্ঞতা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ খবর। কলিংয়ের জন্য অসাধারণ ফিচার এনেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি।...
ANKITA 28 July 2024 12:27 PM IST

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে দারুণ খবর। কলিংয়ের জন্য অসাধারণ ফিচার এনেছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি। নতুন আপডেটে কলিংয়ের জন্য এআর অর্থাৎ অগমেন্টেড রিয়েলিটি আনা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও কলে ইফেক্ট ও ফিল্টার বেছে নেওয়ার সুবিধা পাবেন। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সম্পর্কে সম্প্রতি একটি এক্স পোস্টে জানিয়েছে ওয়াবটাইনফো। পোস্টে হোয়াটসঅ্যাপের এই ফিচারের স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার কী পরিবর্তন আনবে।

ডায়নামিক ফেসিয়াল টুল হোয়াটসঅ্যাপ কলিং অভিজ্ঞতাকে মজাদার করে তুলবে

ওয়াবটাইনফো-র শেয়ার করা স্ক্রিনশটে এই নতুন ফিচারটি দেখা গেছে। স্ক্রিনশট অনুযায়ী ভিডিও কলিংয়ের অভিজ্ঞতা আরও ভালো করার জন্য নতুন অনেক অগমেন্টেড রিয়েলিটি ফিচার যোগ করা হয়েছে। এতে দেওয়া নতুন এলিমেন্টগুলির সাথে কলিং বেশ মজাদার হয়ে ওঠে।

রিপোর্টে বলা হয়েছে, এআর ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা ডায়নামিক ফেসিয়াল টুলস যেমন ত্বকের চেহারা মসৃণ করার জন্য টাচ-আপ টুল এবং কম আলোতে ভালো দৃশ্যমানতার জন্য লো-লাইট মোড ব্যবহার করে তাদের কলিং অভিজ্ঞতা সুন্দর করতে পারবেন।

https://twitter.com/WABetaInfo/status/1816973126535614766

ওয়াবটাইনফো গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ২.২৪.১৬.১৭ বিটা ভার্সনে এই ফিচারটি দেখেছে। আপনি যদি বিটা ব্যবহারকারী হন তবে আপনি এই ভার্সন ইনস্টল করে নতুন ফিচারটি ব্যবহার করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সন ব্যবহারকারীদের ডায়নামিক ফেসিয়াল টুল ফিচার পেতে আরও কিছুদিন সময় লাগবে।

হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ব্যাকগ্রাউন্ড এডিটিং টুল

হোয়াটসঅ্যাপ একটি নতুন ব্যাকগ্রাউন্ড এডিটিং টুলও লঞ্চ করেছে। গ্রুপ কলের সময় এটি একটি খুব দরকারী ফিচার। এর সাহায্যে ব্যবহারকারীরা তাদের চারপাশের ভিজ্যুয়ালটি অস্পষ্ট বা কাস্টমাইজ করতে পারেন। এই ফিচারটি আপাতত বিটা ভার্সনে পাওয়া যাচ্ছে।

Show Full Article
Next Story