- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- নিজের কার্টুন দিয়ে করা যাবে সবার সাথে...
নিজের কার্টুন দিয়ে করা যাবে সবার সাথে চ্যাট, WhatsApp-এর এই মজার ফিচারের কথা জানেন তো?
দীর্ঘ জল্পনা এবং আলোচনার পর অতিসম্প্রতি Meta কোম্পানি তার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর জন্য Facebook এবং...দীর্ঘ জল্পনা এবং আলোচনার পর অতিসম্প্রতি Meta কোম্পানি তার ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp-এর জন্য Facebook এবং Instagram-এর অনুরূপ ডিজিটাল অবতার (Avatar) ফিচার চালু করেছে। ফলত এখন ইউজাররা নিজেদের চেহারার ভিত্তিতে কাস্টমাইজ অবতার, প্রোফাইল ফটো হিসেবে তো সেট করতে পারবেনই অন্যদিকে তারা ৩৬টি ভিন্ন আঙ্গিকে নিজের পার্সোনালাইজড স্টিকারও ব্যবহার করতে সক্ষম হবেন। সোজা কথায় বললে, বর্তমানে ইমোজি বা অন্যান্য স্টিকার ছাড়াও WhatsApp-এ নিজের মজাদার অ্যানিমেটেড অবতারের মাধ্যমে আবেগ-অনুভূতি শেয়ার করা যাবে। কিন্তু ঠিক কীভাবে এই ফিচার কাজ করবে?
ডিজিটাল অবতার বানাতে লাখো লাখো কম্বিনেশন অফার করবে WhatsApp
অবগতির জন্য বলে রাখি, হোয়াটসঅ্যাপের অবতার আসলে ইউজারদের 3D ডিজিটাল প্রতিরূপ হিসেবে কাজ করবে। সেক্ষেত্রে আগ্রহীরা অ্যাপের নির্দিষ্ট অপশন থেকে মুখের কাঠামো, অবয়ব, চুলের বৈশিষ্ট্য, স্টাইল ইত্যাদি সামঞ্জস্যপূর্ণ টুল ব্যবহার করে লক্ষ লক্ষ কম্বিনেশন তৈরি করতে পারবেন।
কীভাবে WhatsApp-এ ডিজিটাল অবতার বানাবেন?
আপনি যদি ইতিপূর্বে মেটার অন্য কোনো অ্যাপে (ফেসবুক বা ইনস্টাগ্রাম) ডিজিটাল অবতার বানিয়ে থাকেন, তাহলে এখন স্বয়ংক্রিয়ভাবে সেই অবতার ভিত্তিক স্টিকার প্যাক হোয়াটসঅ্যাপের স্টিকার সেকশনে উপস্থিত হবে। তবে যদি আপনার ডিজিটাল অবতার না থাকে, তাহলে আপনাকে স্টিকার সেকশনে বা সেটিংসের নির্দিষ্ট অবতার অপশনে যেতে হবে। এরপর এখান থেকে আপনি মুখের কাঠামো, চুলের স্টাইল, চেহারা এবং পোশাক বেছে নিয়ে নিজের মত একটি অ্যানিমেটেড প্রতিরূপ তৈরি করতে পারেন।
সংস্থার মতে, অবতার ফিচার হোয়াটসঅ্যাপ ইউজারদের অনুভূতি শেয়ার করার জন্য সহজ তথা মজার উপায় হতে চলেছে। এতে, ইউজাররা নিজের ছবি না শেয়ার করেও অত্যন্ত স্বাচ্ছন্দ্যে অন্যদের সাথে চ্যাট করতে পারবেন বলেও তারা আশা করছে।