- Home
- »
- অ্যাপ্লিকেশন »
- পার্ট টাইম কাজের নামে কল বা SMS করায় ৩৬...
পার্ট টাইম কাজের নামে কল বা SMS করায় ৩৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp
বর্তমানে দেশে সাইবার জালিয়াতির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একের পর এক নিত্য নতুন উপায়ে সাধারণ মানুষকে হ্যাকাররা...বর্তমানে দেশে সাইবার জালিয়াতির ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। একের পর এক নিত্য নতুন উপায়ে সাধারণ মানুষকে হ্যাকাররা প্রতিনিয়ত প্রতারিত করে চলেছে। আর জনসাধারণকে প্রতারিত করার অন্যতম মাধ্যম হল হোয়াটসঅ্যাপে (WhatsApp) ভুয়ো ফোন কল অথবা ভিডিও কল। তবে কেন্দ্রীয় সরকার এই বিষয়গুলির উপর বিশেষ নজর দিতে শুরু করেছে, এবং এই ভুয়ো ফোন নম্বর গুলোর বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে।
কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব টেলিকম বিভাগের সঞ্চার সাথী (Sanchar Sathi) ওয়েবসাইট লঞ্চ করার সময় বলেছিলেন যে, ভারতের WhatsApp ব্যবহারকারীদের সুরক্ষা বাড়াতে ৩৬ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও তিনি জানান যে, কেন্দ্র সক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত আছে এবং ব্যবহারকারীদের সুরক্ষার জন্য সব সময় কাজ করে চলেছে। তাই ব্যবহারকারীরা যেন সবসময় সতর্ক থাকেন এবং কেন্দ্রের দেওয়া নির্দেশ গুলি মেনে চলেন।
কোন কোন জায়গা থেকে WhatsApp ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়?
জানা গিয়েছে ইথিওপিয়া (+২৫১), মালয়েশিয়া (+৬০), ইন্দোনেশিয়া (+৬২), কেনিয়া (+২৫৪), ভিয়েতনাম (+৮৪) প্রভৃতি দেশ থেকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে এই ভুয়ো ফোন কল গুলি করা হয়েছে। এর মধ্যে কিছু কিছু ব্যবহারকারীকে পার্ট টাইম চাকরি দেবার কথা বলা হয়েছে। আর কাওকে লোভনীয় অফার সম্পর্কে বলা হয়েছে। আর অনেকেই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রতারিত হয়েছেন। সেই কারণে সাইবার ক্রাইম ডিভিশন থেকে সতর্ক করে বলা হয়েছে যে, এই জাতীয় জাল নম্বরগুলিতে কেউ ফোন করবেন না। হ্যাকারদের নির্দেশনায় কখনোই কোনও অ্যাপ ডাউনলোড করবেন না, এমনকি নিশ্চিত না হয়ে কখনোই কোনো অজানা সোর্সে পেমেন্ট করবেন না।
International Number থেকে ফোন এলে কি কি করনীয়?
যদি আন্তর্জাতিক নম্বর থেকে ফোন কল পান তাহলে তা রিসিভ করবেন না এবং মেসেজের উত্তর দেবেন না। এক্ষেত্রে কোনোরকম উত্তর দিলে আপনি জালিয়াতির শিকার হতে পারেন। আর্থিক প্রলোভনের মেসেজ দেখলে এড়িয়ে যাবেন। অবিলম্বে অজানা নম্বর ব্লক করে দেবেন এবং নম্বরটিকে রিপোর্ট করবেন। তাছাড়া আপনার ফোনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখবেন। যার দ্বারা অন্য কেউ আপনার WhatsApp অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবে না।