নভেম্বরেও ব্যান 71 লাখের বেশি WhatsApp অ্যাকাউন্ট, জেনে‌ নিন কেন এমন শাস্তি

বর্তমান যুগে প্রতিনিয়তই অনলাইন স্ক্যাম একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। আর ২০২৩ সালে অনলাইন স্ক্যাম (Online Scam) এতটাই...
techgup 2 Jan 2024 8:39 PM IST

বর্তমান যুগে প্রতিনিয়তই অনলাইন স্ক্যাম একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। আর ২০২৩ সালে অনলাইন স্ক্যাম (Online Scam) এতটাই বেড়ে গেছে যে, এই সমস্যার সমাধান করতে ভারত সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। আবার, বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারকেরা প্রতারণার মাধ্যম হিসেবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) মতো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে। যেকারণে নিজেদের প্ল্যাটফর্মের উপর কড়া নজর রাখছে মেটা মালিকানাধীন সংস্থাটি।

আইএনএস-এর (IANS) একটি রিপোর্ট অনুসারে সোমবার WhatsApp জানিয়েছে যে, তারা আইটি নিয়ম ২০২১ মেনে ২০২৩ সালের নভেম্বর মাসে ভারতে ৭১ লাখের বেশি সন্দেহজনক অ্যাকাউন্ট ব্যান করেছে। এরমধ্যে সংস্থাটি ১লা নভেম্বর থেকে ৩০শে নভেম্বর পর্যন্ত ব্যবহারকারীর রিপোর্ট ছাড়াই সক্রিয়ভাবে ১৯,৫৪,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

রিপোর্টে বলা হয়েছে যে, ভারতে বর্তমানে প্রায় ৫০০ মিলিয়নেরও বেশি মানুষ এই মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করেন। যারমধ্যে নভেম্বর মাসে ৮৮৪১টি অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে। আর হোয়াটসঅ্যাপ এই রিপোর্টগুলির উপর ভিত্তি করে ব্যবস্থাও নিয়েছে৷

উল্লেখ্য, WhatsApp তাদের ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য বিভিন্ন উপায় নিয়ে আসছে। এছাড়াও, ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এই ধরনের উদ্বেগের সমাধানের জন্য সরকার জিএসি (GAC) নামের একটি আপিল কমিটিও চালু করেছে। এই প্যানেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত অভিযোগগুলি সম্পর্কে বিবেচনা করার জন্য বিভিন্ন প্রফেশনাল যেমন, ডেটা বিজ্ঞানী, বিশ্লেষক, গবেষক, আইন প্রয়োগকারী এবং অনলাইন সিকিউরিটি সহ প্রযুক্তি বিকাশের বিশেষজ্ঞ পেশাদারদেরও নিযুক্ত করেছে সংস্থাটি।

Show Full Article
Next Story