WhatsApp Account Banned: জুলাইয়ে ২৩ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্ট ব্যান করল হোয়াটসঅ্যাপ

গত জুলাই মাসে ২৩ লাখেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সামাজিক ম্যাসেজিং প্ল্যাটফর্মটি...
Julai Modal 1 Sept 2022 11:50 PM IST

গত জুলাই মাসে ২৩ লাখেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। সামাজিক ম্যাসেজিং প্ল্যাটফর্মটি বৃহস্পতিবার জমা দেওয়া তাদের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে এ কথা জানিয়েছে। WhatsApp বলেছে, ২০২২ সালের জুলাই মাসে তারা ২৩.৮৭ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। এর মধ্যে ১৪ লক্ষেরও বেশি অ্যাকাউন্ট ব্যবহারকারীর কোনও অভিযোগের আগেই সরিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার এই তথ্য জানিয়ে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপটি জানিয়েছে যে, চলতি অর্থবর্ষে এখনও পর্যন্ত যে কোনও মাসের মধ্যে জুলাইয়ে সর্বোচ্চ অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে। প্রসঙ্গত, WhatsApp ২০২২ সালের জুন মাসে তাদের অভিযোগ নিষ্পত্তি চ্যানেলের মাধ্যমে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে ২২ লক্ষের বেশি ভারতীয়র অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল। যেখানে মে মাসে ১৯ লক্ষ, এপ্রিলে ১৬ লক্ষ এবং মার্চে ১৮.০৫ লক্ষ অ্যাকাউন্ট ব্লক করেছিল সংস্থাটি।

জানিয়ে রাখি, গত বছর কার্যকর হওয়া নতুন তথ্য প্রযুক্তি আইন অনুসারে, বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির (পাঁচ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী) প্রতি মাসে কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করা, প্রাপ্ত অভিযোগের বিবরণ এবং গৃহীত পদক্ষেপের বিবরণ উল্লেখ করা বাধ্যতামূলক।

সেইমতোই হোয়াটসঅ্যাপ তার মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে বলেছে "১ জুলাই, ২০২২ থেকে ৩১ জুলাই, ২০২২ এর মধ্যে, ২৩,৮৭,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।" এর মধ্যে, ব্যবহারকারীদের কাছ থেকে কোনও অভিযোগের আগে ১৪,৬০,০০০ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

Show Full Article
Next Story