ভুল করলে ছাড় নেই, ২৩ লক্ষের বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করল WhatsApp

গত অক্টোবর মাসে ২.৩ মিলিয়নেরও (২৩ লাখ) বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং...
techgup 1 Dec 2022 1:36 PM IST

গত অক্টোবর মাসে ২.৩ মিলিয়নেরও (২৩ লাখ) বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp। সামাজিক মেসেজিং অ্যাপটি বুধবার জমা দেওয়া তাদের মাসিক কমপ্লায়েন্স রিপোর্টে একথা জানিয়েছে। নতুন আইটি রুলস ২০২১-এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে একাধিকবার জোরালো পদক্ষেপ নেওয়া সত্ত্বেও অসৎ কার্যকলাপ (ইন্টারনেটের অপব্যবহার কিংবা ক্ষতিকারক বা অবাঞ্ছিত তথা স্প্যাম মেসেজ প্রেরণ) করা থেকে কিছু ইউজারদেরকে কোনোমতেই আটকানো যাচ্ছে না। এর জেরে WhatsApp-ও ক্রমেই কঠোর থেকে কঠোরতর হচ্ছে, এবং প্ল্যাটফর্মে অনৈতিক আচরণের জন্য সংস্থাটি প্রতি মাসে লক্ষাধিক ইউজারের অ্যাকাউন্ট নিষিদ্ধ করে চলেছে। তাই নিরাপদে থাকতে হলে সকলের অবিলম্বে সতর্ক হয়ে যাওয়া একান্ত আবশ্যক।

নিরাপত্তার খাতিরে অক্টোবর মাসে ২৩ লক্ষেরও বেশি ভারতীয় অ্যাকাউন্ট নিষিদ্ধ করলো WhatsApp

মেটা মালিকানাধীন কোম্পানিটি জানিয়েছে যে, তারা ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবরের মধ্যে ২৩,২৪,০০০ টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে, যার মধ্যে ৮,১১,০০০ টি অ্যাকাউন্ট সক্রিয়ভাবে ব্লক করা হয়েছে। জানা গিয়েছে, গত অক্টোবরে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি ভারতীয় ব্যবহারকারীদের থেকে ৭০১ টি অভিযোগ পেয়েছে, যার মধ্যে ৩৪ টি অভিযোগের নিষ্পত্তি ঘটানো হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, গত বছর কার্যকর হওয়া নতুন তথ্য প্রযুক্তি আইন অনুসারে, প্রতি মাসে কমপ্লায়েন্স রিপোর্ট প্রকাশ করা, প্রাপ্ত অভিযোগের বিবরণ এবং গৃহীত পদক্ষেপের বিবরণ উল্লেখ করা বড়ো ডিজিটাল প্ল্যাটফর্মগুলির (পাঁচ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী) জন্য বাধ্যতামূলক। এর পর থেকেই নানা টালবাহানার পর অবশেষে এই ধরনের মাসিক রিপোর্ট প্রকাশ করা শুরু করেছে হোয়াটসঅ্যাপ এবং ভবিষ্যতেও করবে।

ব্যবহারকারীদেরকে সুরক্ষিত রাখতে অক্লান্ত পরিশ্রম করছে WhatsApp

অ্যাকাউন্ট ব্যানের প্রসঙ্গে হোয়াটসঅ্যাপ জানিয়েছে যে, এই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড মেসেজিং পরিষেবা প্রদানকারী প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সুরক্ষা এবং গোপনীয়তাকে যথেষ্ট অগ্রাধিকার দেওয়া হয়। সেজন্য বিগত বেশ কয়েক বছর ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি, ডেটা সায়েন্টিস্ট তথা বিশেষজ্ঞ, এবং এই সংক্রান্ত প্রক্রিয়ায় ধারাবাহিকভাবে বিনিয়োগ করে চলেছে সংস্থাটি। তদুপরি, কোনো অ্যাকাউন্টের বিরুদ্ধে বারংবার রিপোর্ট বা ব্লকিং জাতীয় প্রতিক্রিয়া এলে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপও নিয়ে থাকে কোম্পানির সিকিউরিটি রিসার্চার টিম। সবমিলিয়ে বলতে গেলে, এই বিশ্বব্যাপী জনপ্রিয় প্ল্যাটফর্মটিতে কোনোরকমের দুরাচরণ বা দুর্ব্যবহার যে সংস্থার তরফ থেকে একেবারেই বরদাস্ত করা হবে না, সেকথা জলের মতো স্পষ্ট।

প্ল্যাটফর্মটিতে অসৎ কার্যকলাপকারী ইউজারদের কোনোমতেই রেহাই দেবে না WhatsApp

আগেই বলেছি যে, প্ল্যাটফর্মটিতে যাবতীয় অবৈধ ক্রিয়াকলাপ রুখতে বিগত প্রায় এক বছরেরও বেশি সময় ধরে বেশ জোরকদমে এই অ্যাকাউন্ট ব্যানের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে WhatsApp। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২৬,৮৫,০০০ টি অ্যাকাউন্টকে নিষিদ্ধ করা হয়েছিল। কোম্পানির তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সকল ব্যবহারকারীদের স্প্যাম-ফ্রি এবং অত্যন্ত সাবলীল ও নিরাপদ ইউজার এক্সপেরিয়েন্স প্রদান করাই তাদের মূল উদ্দেশ্য। তাই কেউ যদি প্ল্যাটফর্মটি কর্তৃক প্রদত্ত শর্তাবলী লঙ্ঘনের চেষ্টা করে, তাহলে সংস্থাটি যে-কোনো রকমের কঠোর পদক্ষেপ নিতে বিন্দুমাত্রও পিছপা হবে না। ফলে ভবিষ্যতেও কয়েক লক্ষ অসৎ কার্যকলাপকারী ইউজারের WhatsApp অ্যাকাউন্ট নিশ্চিতভাবে নিষিদ্ধ হতে চলেছে বলেই ধরে নেওয়া যেতে পারে।

Show Full Article
Next Story